Bangla Video: বিড়ি শ্রমিকদের জন্য তৈরি হওয়া হাসপাতালে তালা, ভোগান্তিতে রোগীরা!

Last Updated:

Bangla Video: একটা সময় পুরুলিয়ার ঝালদা মহকুমায় বিড়ি শিল্প অনেকখানি বিখ্যাত ছিল। তবে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিড়ি শ্রমিকদের চাহিদা কমেছে। তাই আগের মত আর প্রসার নেই এই শিল্পের

+
বন্ধ

বন্ধ বিড়ি হাসপাতাল

পুরুলিয়া : পুরুলিয়া জেলার শিল্প সংস্কৃতির আঙিনা মজবুত হলেও জেলায় সেভাবে গড়ে ওঠেনি শিল্প। ধীরে ধীরে জেলার রূপ পরিবর্তন হলেও নানান শিল্প প্রায় বিলুপ্তির পথে। একটা সময় পুরুলিয়ার ঝালদা মহকুমায় বিড়ি শিল্প অনেকখানি বিখ্যাত ছিল। তবে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিড়ি শ্রমিকদের চাহিদা কমেছে। তাই আগের মত আর প্রসার নেই এই শিল্পের। এই শ্রমিকদের জন্য তৈরি হয়েছিল একটি হাসপাতাল। ঝালদা দু নম্বর ব্লকের টালি সেন্টারে রয়েছে বিড়ি শ্রমিকদের এই হাসপাতাল। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই হাসপাতালের সূচনা হয়েছিল।
লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়ার বিজেপি সাংসদ এই হাসপাতালের উদ্বোধন করেছিলেন। কিন্তু সম্প্রতি এই হাসপাতালের দরজায় দেখা যাচ্ছে তালা ঝুলতে। পরিষেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। গত নয় সেপ্টেম্বর থেকে এই সমস্যায় ভুগছেন বিড়ি শ্রমিকেরা। কি কারণেএই হাসপাতালের দরজা বন্ধ সে বিষয়েও কোন সদুত্তর নেই হাসপাতালে দায়িত্বে থাকা মেডিকেল অফিসারের কাছে।
advertisement
আরও পড়ুন: দখল হয়ে যাচ্ছে জেলা পরিষদের জমি, পথে নামলেন সভাধিপতি!
এ বিষয়ে এই হাসপাতালের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার পি এন রিড বলেন , তিনি ঠিক জানেনা কি কারণেএই হাসপাতালের দরজা বন্ধ। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই বিষয়ে। হাসপাতালে চিকিৎসা করতে আসা এক রোগী বলেন , অনেক দূর থেকে তিনি পায়ে হেঁটে চিকিৎসা করাতে এসেছিলেন। কিন্তু ডাক্তার না দেখাতে পেরে তাকে ফিরে যেতে হচ্ছে। এটা তিনি অনেকটাই সমস্যার মধ্যে পড়লেন।
advertisement
advertisement
তিন দিন ব্যাপী বন্ধ রয়েছে ঝালদার বিড়ি শ্রমিকদের জন্য তৈরি হাসপাতাল। এর ফলে নানান সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রোগীদের। অনেকেই দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে এসে ফিরে যাচ্ছেন। তারা চাইছেন অবিলম্বে হাসপাতালের দরজা খুলে দেওয়া হোক।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: বিড়ি শ্রমিকদের জন্য তৈরি হওয়া হাসপাতালে তালা, ভোগান্তিতে রোগীরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement