Bhangor ISF Leader Arrested: গ্রেফতার ভাঙড়ের আইএসএফ নেতা, গণনার রাতে পুলিশকে আক্রমণের অভিযোগ

Last Updated:

Bhangor ISF Leader Arrested: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে মারাত্মক রক্তক্ষয়ী অশান্তি শুরু হয় ভাঙড়ে৷ সেখানে একের পর এক মৃত্যু ঘটতে থাকে৷

কলকাতা: ভাঙড়ে গ্রেফতার আইএসএফ নেতা৷ এ বারের পঞ্চায়েত ভোটের গণনার রাতে কার্যত উত্তলা হয়ে পড়েছিল ভাঙড়৷ সে রাতে পুলিশের উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার করা হল আইএসএফ নেতা ওহিদুল মোল্লাকে৷ মঙ্গলবার রাতে দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়৷ তিনি পুলিশের উপর হামলার সঙ্গে সরাসরি জড়িয়ে ছিলেন বলেই খবর৷ প্রসঙ্গত, ওহিদুল কাটাডাঙা এলাকার ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী৷
ভাঙড় নিয়ে অশান্তির শেষ হচ্ছে না৷ পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে মারাত্মক রক্তক্ষয়ী অশান্তি শুরু হয় ভাঙড়ে৷ সেখানে একের পর এক মৃত্যু ঘটতে থাকে৷ এর পর গণনার দিন রাতে হঠাৎই তীব্র অশান্তি শুরু হয়৷ ভাঙড়ের প্রতক্ষ্যদর্শীরা বলেন, সেখানে সে দিন রাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়৷ একের পর এক বোমাবর্ষণ, গুলির শব্দে ভাঙড়ের বাসিন্দারা প্রাণ হাতে করে কাটিয়েছিলেন সেই একটি রাত৷
advertisement
advertisement
আইএসএফ-এর তরফ থেকে অভিযোগ করা হয়, পুলিশের উর্দি পরে বেশ কয়েকজন গ্রামে প্রবেশ করে এই তাণ্ডব চালিয়েছে৷ এর ফলে তাঁদের দলীয় কর্মী অনেকেই আহত হয়েছেন, মারাও গিয়েছেন৷ পাল্টা তৃণমূলের তরফ থেকে হামলার পুরো দায় চাপানো হয় আইএসএফ-এর ঘাড়ে৷ সেখানে বলা হয়, আইএসএফ-এর সশস্ত্র দুষ্কৃতীরা ভাঙড় জুড়ে সে রাতে তাণ্ডব চালিয়েছে৷
advertisement
পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও উঠে আসে ভাঙড়ের পরিস্থিতির কথা৷ সেখানে বিরোধীদলকে তিনি দায়ী করেন অশান্তির জন্য৷ অশান্তি এড়াতে পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় ভাঙড়ে, আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা৷ সেই ঘটনারই রেশ ধরে বুধবারের গ্রেফতার৷ পুলিশের অভিযোগ ভাঙড়ের ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন ওহিদুল৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhangor ISF Leader Arrested: গ্রেফতার ভাঙড়ের আইএসএফ নেতা, গণনার রাতে পুলিশকে আক্রমণের অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement