International Woman's Day: রঙের উৎসবে মাতলেন বিএসএফ জওয়ানরা, পালিত হল নারী দিবসও! দেখুন ভিডিও
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
Last Updated:
International Woman's Day : নারী দিবস পালন করা হল বিএসএফের ১১৫ নং ব্যাটেলিয়নের উদ্যোগে। রঙের উৎসবে মাতলেন বিএসএফ জওয়ানরা।
মুর্শিদাবাদ: বুধবার আন্তর্জাতিক নারী দিবস। পাশাপাশি এদিন হোলি উৎসবও। নিজেকে রাঙিয়ে দেওয়ার দিন। তাই অন্যভাবে হোলি ও নারী দিবস পালন করা হল বিএসএফের ১১৫ নং ব্যাটেলিয়নের উদ্যোগে। রঙের উৎসবে মাতলেন বিএসএফ জওয়ানরা।বুধবার দুপুরে মুর্শিদাবাদের নিমতিতা বিএসএফ ক্যাম্পে হোলি খেলে কার্যত রঙের উৎসব পালন করেন বিএসএফের কর্মীরা।
বিএসএফ জওয়ানদের সঙ্গে সঙ্গ দিতে উপস্থিত ছিলেন মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক শ্রীরুপা মিত্র। এদিন জওয়ানদের সঙ্গে আবির খেলার পাশাপাশি গানের তালে তালে কোমর দোলান বিজেপি বিধায়ক। অভিনব উদ্যোগে জওয়ানদের হোলি উৎসবে কার্যত মেতে উঠে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতা ১১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।
advertisement
advertisement
কথায় আছে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। মহিলারা সবক্ষেত্রেই সমানভাবে বিরাজমান। আন্তর্জাতিক নারীদিবসেও তাই নিমতিতা গ্রামে ভারত-বাংলাদেশের সীমান্তে রাইফেল হাতে অতন্দ্র পাহাড়াতেই থাকলেন মহিলা বিএসএফ জওয়ানরা। দেশের নিরাপত্তার জন্য কর্তব্যে অটল থাকাই তাদের নারীদিবসের অঙ্গীকার থাকল। বিধায়ক শ্রীরুপা মিত্রের কথায়, "বিএসএফের আমন্ত্রণে আজকে উপস্থিত ছিলাম। মহিলাদের সুরক্ষা সহ ছোট ছোট শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে আজকে উপস্থিত হতে পেরে বেশ ভালই লাগছে।" পাশাপাশি এদিন বিধায়কের উপস্থিতিতে ব্যারাকে হোলি উৎসবও পালন করা হয় মহা সমারোহে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 12:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Woman's Day: রঙের উৎসবে মাতলেন বিএসএফ জওয়ানরা, পালিত হল নারী দিবসও! দেখুন ভিডিও