হোম /খবর /মুর্শিদাবাদ /
রঙের উৎসবে মাতলেন বিএসএফ জওয়ানরা, পালিত হল নারী দিবসও! দেখুন ভিডিও

International Woman's Day: রঙের উৎসবে মাতলেন বিএসএফ জওয়ানরা, পালিত হল নারী দিবসও! দেখুন ভিডিও

X
উৎসবে [object Object]

International Woman's Day : নারী দিবস পালন করা হল বিএসএফের ১১৫ নং ব্যাটেলিয়নের উদ্যোগে। রঙের উৎসবে মাতলেন বিএসএফ জওয়ানরা। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: বুধবার আন্তর্জাতিক নারী দিবস। পাশাপাশি এদিন হোলি উৎসবও। নিজেকে রাঙিয়ে দেওয়ার দিন। তাই অন্যভাবে হোলি ও নারী দিবস পালন করা হল বিএসএফের ১১৫ নং ব্যাটেলিয়নের উদ্যোগে। রঙের উৎসবে মাতলেন বিএসএফ জওয়ানরা।বুধবার দুপুরে মুর্শিদাবাদের নিমতিতা বিএসএফ ক্যাম্পে হোলি খেলে কার্যত রঙের উৎসব পালন করেন বিএসএফের কর্মীরা।

বিএসএফ জওয়ানদের সঙ্গে সঙ্গ দিতে উপস্থিত ছিলেন মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক শ্রীরুপা মিত্র। এদিন জওয়ানদের সঙ্গে আবির খেলার পাশাপাশি গানের তালে তালে কোমর দোলান বিজেপি বিধায়ক। অভিনব উদ্যোগে জওয়ানদের হোলি উৎসবে কার্যত মেতে উঠে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতা ১১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।

আরও পড়ুন: বাংলার ১২ জেলায় বৃষ্টি! জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-জলের সতর্কতা! ভিজবে কলকাতাও? আবহাওয়ার মেগা আপডেট

আরও পড়ুন: জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? কিছুতেই হাতে থাকছে না? চটপট জেনে নিন 'এই' সহজ সমাধান...

কথায় আছে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। মহিলারা সবক্ষেত্রেই সমানভাবে বিরাজমান। আন্তর্জাতিক নারীদিবসেও তাই নিমতিতা গ্রামে ভারত-বাংলাদেশের সীমান্তে রাইফেল হাতে অতন্দ্র পাহাড়াতেই থাকলেন মহিলা বিএসএফ জওয়ানরা। দেশের নিরাপত্তার জন্য কর্তব্যে অটল থাকাই তাদের নারীদিবসের অঙ্গীকার থাকল। বিধায়ক শ্রীরুপা মিত্রের কথায়, "বিএসএফের আমন্ত্রণে আজকে উপস্থিত ছিলাম। মহিলাদের সুরক্ষা সহ ছোট ছোট শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে আজকে উপস্থিত হতে পেরে বেশ ভালই লাগছে।" পাশাপাশি এদিন বিধায়কের উপস্থিতিতে ব্যারাকে হোলি উৎসবও পালন করা হয় মহা সমারোহে।

কৌশিক অধিকারী

Published by:Sanjukta Sarkar
First published: