India-Pakistan Tension: 'পাকিস্তান জিন্দাবাদ', ফেসবুকে ভারত বিরোধী পোষ্ট করে পুলিশের হাতে আটক স্কুল শিক্ষক
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
India-Pakistan Tension: ভারত-পাক সংঘাতে উত্তেজনা চরম পৌঁছেছে৷ ইতিমধ্যেই সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে কড়াকড়ি নজরদারি চলছে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোষ্ট করে পুলিশের হাতে আটক হল স্কুল শিক্ষক৷
পূর্ব মেদিনীপুর: ভারত-পাক সংঘাতে উত্তেজনা চরম পৌঁছেছে৷ ইতিমধ্যেই সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে কড়াকড়ি নজরদারি চলছে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোষ্ট করে পুলিশের হাতে আটক হল স্কুল শিক্ষক৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরায়৷
পাকিস্তান জিন্দাবাদ, ভারতের অবস্থা খারাপ, এইভাবে বিভিন্ন ছবি দিয়ে এক প্রকার ভারত বিরোধী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই ব্যক্তি। স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে দেখতে পেয়ে এগরা থানায় অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
অভিযোগ পেয়েই ওই স্কুল শিক্ষককে আটক করল এগরা থানার পুলিশ। শিক্ষকের নাম সামশের আলাম খান,এগরার বাথুয়াড়ির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।বাড়ি এগরা থানার বাসুদেবপুর গ্রামে।
তবে শুধু এগরাতেই নয়,সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বাঁকুড়ার রাইপুর থানার পুলিশ। গতকালই বাঁকুড়ার রাইপুর থানার উপরবান্দা গ্রামের বাসিন্দা সফিক খানের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় স্থানীয় বিজেপি কর্মীরা। এরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।গতকাল সন্ধ্যায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানায় স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ পেতেই সক্রিয় হয় পুলিশ। রাতেই সফিক খান নামের অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হবে।
advertisement
পঙ্কজ দাশ রথী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2025 5:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India-Pakistan Tension: 'পাকিস্তান জিন্দাবাদ', ফেসবুকে ভারত বিরোধী পোষ্ট করে পুলিশের হাতে আটক স্কুল শিক্ষক