Independence Day 2025: টুথপিকের মধ্যে জাতীয় পতাকা! এমনটা কখনও দেখেছেন?

Last Updated:

আসানসোলের বরাকরের বাসিন্দা অভিষেক মোদক। ০.১ সেন্টিমিটার টুথপিকে জাতীয় পতাকা এঁকে নজির গড়েছেন অভিষেক। এর আগে কৃষক আন্দোলনের সময় দেশের অসংখ্য কৃষক যখন দিল্লি অভিযানে নেমেছিলেন তখন চালের উপর জাতীয় পতাকা আঁকেন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক: পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা। তবে সেই চেষ্টা তুলে ধরতে গিয়ে তাক লাগিয়ে দিলেন আসানসোলের অভিষেক মোদক। স্বাধীনতা দিবসের প্রাক্কালে টুথপিকের উপর জাতীয় পতাকা এঁকে সকলকে চমকে দিয়েছেন এই তরুণ।
আসানসোলের বরাকরের বাসিন্দা অভিষেক মোদক। ০.১ সেন্টিমিটার টুথপিকে জাতীয় পতাকা এঁকে নজির গড়েছেন অভিষেক। এর আগে কৃষক আন্দোলনের সময় দেশের অসংখ্য কৃষক যখন দিল্লি অভিযানে নেমেছিলেন তখন চালের উপর জাতীয় পতাকা আঁকেন। জ্বরের ওষুধের উপর নেতাজি সুভাষচন্দ্র বসু, চকের জগন্নাথ এমন বহু কীর্তি আছে এই তরুণের।এমনকি এর আগে পেন্সিলের মধ্যেও জাতীয় পতাকা এঁকেছিলেন। পড়াশুনার পাশাপাশি এইভাবেই নিজের শিল্পকর্মকে এগিয়ে নিয়ে চলেছেন।
advertisement
আরও পড়ুন: গভীর সমুদ্রে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী!
কিন্তু টুথপিকের মতো এতটা ক্ষুদ্র জিনিসে জাতীয় পতাকা এই প্রথম আঁকলেন। এটি তৈরি করতে ৩০ মিনিটের মতো সময় লেগেছে অভিষেক মোদকের। এমন অনন্য কীর্তি প্রসঙ্গে তিনি বলেন, দেশাত্মবোধের অনুপ্রেরণায় বিভিন্ন সময় অনেক কিছু তৈরি করি। সেই থেকেই এইটা বানিয়ে ফেলা। আগামীদিনে অভিষেকের ইচ্ছে সাড়া ফেলা আরও কিছু তৈরি করা। তিনি এমন কিছু করতে চান যাতে গিনিস বুক অফ রেকর্ডসে তাঁর নাম ওঠে। তিনি জানান, কারোর কাছে হাতের কাজ শেখেননি। নিজের ইচ্ছেতে নতুন কিছু করার তাগিদে এই চেষ্টা করেন। ভবিষ্যতেও এই প্রয়াস চালিয়ে যাবেন।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day 2025: টুথপিকের মধ্যে জাতীয় পতাকা! এমনটা কখনও দেখেছেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement