ধান জমিতে ওটা কী! ভর দুপুরে দরদরিয়ে ঘামলেন কৃষকরা, হাড় হিম স্থানীয় বাসিন্দাদের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Human skeleton found from East Bardhaman Madhabdihi: বর্ধমান আরামবাগ রোডের ধারে সোমবার দুপুরে মাঠে কাজ করতে যাবার সময় কৃষকরা দেখতে পান মাঠের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানব কঙ্কালের অংশবিশেষ।
#মাধবডিহি: ধান জমি থেকে উদ্ধার মানব কঙ্কালের অংশ বিশেষ। মাথার খুলি, পাঁজরের অংশ-সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে পুলিশ।মানবদেহের কঙ্কালের অংশবিশেষ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার উচালন এলাকায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান আরামবাগ রোডের ধারে সোমবার দুপুরে মাঠে কাজ করতে যাবার সময় কৃষকরা দেখতে পান মাঠের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানব কঙ্কালের অংশবিশেষ। খবর দেওয়া হয় মাধবডিহি থানার পুলিশকে। মাধবডিহি থানার পুলিশ এসে চাষের জমিতে পরে থাকা মাথার খুলি, পাঁজরের হার, একটি করে পা ও হাতের হাড় উদ্ধার করে।
advertisement
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাথার খুলি, পাঁজর, হাত ও পায়ের হাড় গুলি জমির মাঝে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এইসব হাড়গোড় কোথা থেকে এল সে ব্যাপারে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ। বর্ধমান আরামবাগ রোডের উচালন দিঘি এলাকায় দু'টি রাইস মিলের মাঝের কৃষি জমি থেকে উদ্ধার হয় এই নর কঙ্কাল। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সোমবার বিকেলে। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক সহ মাধবডিহি থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: বঙ্গ বিজেপির 'নড়বড়ে' ভিত শক্ত করতেই কাঠামো পরিবর্তনের ভাবনা, মনে করছে রাজনৈতিক মহল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন চাষের জমি থেকে একটি মানুষের মাথার খুলি, দুটি হাতের হাড় ও পাঁজরের হাড়ের কিছু অংশ উদ্ধার হয়েছে। কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এগুলি ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি কীভাবে এখানে মানুষের কঙ্কাল এল তারও তদন্ত করা হবে।
advertisement
স্থানীয় বাসিন্দা কাজী অনিরুদ্ধ ইসলাম বলেন, এই এলাকার দু'দিকে দুটি রাইস মিল রয়েছে। একটি বন্ধ লাইন হোটেলও আছে। মাঝে সবটাই চাষের জমি। স্থানীয় কারুর দেহ হলে এলাকার মানুষ জানতে পারত। নিখোঁজ ডায়েরি হত। কিন্তু সে রকম কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ বা কারা বাইরে থেকে কঙ্কালের এই হাড়গোড় নিয়ে এসে ফেলে গিয়ে থাকতে পারে। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এ দিকে এলাকায় মানুষের কঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে।
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2022 8:55 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধান জমিতে ওটা কী! ভর দুপুরে দরদরিয়ে ঘামলেন কৃষকরা, হাড় হিম স্থানীয় বাসিন্দাদের

