কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই বাড়ছে পুণ্যার্থীদের ভিড়, জমজমাট গঙ্গাসাগর মেলা

Last Updated:

সময় বদলায়। মেলার খোলনোলচেও পাল্টে যায়। পুণ্যার্থীদের জন্য এখন অনেক সুযোগ - সুবিধা।

#সাগরদ্বীপ: এখানে পায়ে পায়ে সাগর। আর পায়ে হেঁটে এগোলেও সাগর। পুণ্যস্নানের জন্য আরও কিছুটা অপেক্ষা। তবে তাতে কী? গঙ্গাসাগর এখনই জমজমাট।
দিন গড়িয়ে সন্ধে নামে। রাতও হয় নিজের নিয়মেই। গঙ্গাসাগরে ভিড় আরও বাড়ে। চারদিকে ছড়িয়ে, ছিটিয়ে নাগা সন্ন্যাসী। কপিলমুনির আশ্রমে ভিড়টা ক্রমশ বাড়ছে। দায়িত্বে থাকা আধিকারিকদের দম ফেলার সময় নেই। নিরাপত্তাকর্মীরাও সজাগ, সতর্ক। একের পর এক ভেসেল ভিড়ছে আর ভিড়ের তোড় বাড়ছে। কাউকেই আলাদা করে চেনার উপায় নেই। পুণ্যার্থী - এ ছাড়া আর কোনও পরিচয় জানে না গঙ্গাসাগর।
advertisement
সময় বদলায়। মেলার খোলনোলচেও পাল্টে যায়। পুণ্যার্থীদের জন্য এখন অনেক সুযোগ - সুবিধা।
advertisement
মকর সংক্রান্তি উপলক্ষ্যে গঙ্গাসাগর মেলার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন বহু মানুষ। বাঙালির প্রবাদ বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। উত্তরপ্রদেশের এক অখ্যাত কবিও গঙ্গাসাগরের অভিজ্ঞতা সম্বল করেই কাটিয়ে দেন বাকি জীবনটা। সাগর বোধহয় এমনই। একবার এলেই জমা হয়ে যায় সারাজীবনের স্মৃতি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই বাড়ছে পুণ্যার্থীদের ভিড়, জমজমাট গঙ্গাসাগর মেলা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement