নবগ্রামে পরপর দু'টি ভয়ঙ্কর পথ দুর্ঘটনা... মৃত্যু মিছিল! মুর্শিদাবাদ জুড়ে শোকের ছায়া, কান্না
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
তাঁর বাড়ি নবগ্রামের হজবিবিডাঙ্গা এলাকায়। অন্যদিকে, গুরুতর আহত মোটর চালিতভ্যান গাড়ির চালক এজির সেখ, যিনি ডিগ্রিডাঙা এলাকার বাসিন্দা।
নবগ্রাম: মুর্শিদাবাদের নবগ্রামে দু-টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোট দু’জনের। আহত হয়েছেন আরও একজন। রবিবার মধ্যে রাতে ঘটনাটি ঘটেছে নবগ্রামের পাঁচগ্রাম ও ১২ জাতীয় সড়কের উপরেই। পুলিশ জানিয়েছে মৃতের নাম মোশারফ হোসেন ও নাসিরউদ্দিন সেখ, দুজনেই পেশায় শিক্ষক।
জানা গিয়েছে, বাইক ও মটর চালিত ভ্যান গাড়ির সংঘর্ষের কারণে মর্মান্তিক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার জেরে মোটরচালিত ভ্যান গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাদশাহী রোডে পাঁচগ্রাম এলাকার একটি হার্ডওয়ার দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। একটি মটর চালিত ভ্যান গাড়ি পাঁচগ্রাম উত্তর মোড় থেকে আসছিল এবং বাইকটি পাঁচগ্রাম দক্ষিণ মোড় থেকে যাচ্ছিল। আর তখনই দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে পাঁচগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।চিকিৎসকেরা সেখানে বাইক চালক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
advertisement
তাঁর বাড়ি নবগ্রামের হজবিবিডাঙ্গা এলাকায়। অন্যদিকে, গুরুতর আহত মোটর চালিতভ্যান গাড়ির চালক এজির সেখ, যিনি ডিগ্রিডাঙা এলাকার বাসিন্দা। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নবগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মতে, ওই এলাকায় অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলের কারণে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার দাবি তুলেছেন এলাকাবাসী।
advertisement
advertisement
অন্যদিকে, ১২ নম্বর জাতীয় সড়কের উপরে নবগ্রাম চক্রের খেঁকুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসিরউদ্দিন সেখ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। রবিবার রাতে বহরমপুর থেকে শিবপুরে বাড়ি ফিরছিলেন। সেই সময় ১২ নম্বর জাতীয় সড়কে এক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার করে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়। নাসিরউদ্দিন সেখ-এর এই অকাল প্রয়াণে নবগ্রাম এলাকার শিক্ষক সমাজ, সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলে ও এলাকায় গভীর শোক প্রকাশ করা হয়েছে।স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 1:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নবগ্রামে পরপর দু'টি ভয়ঙ্কর পথ দুর্ঘটনা... মৃত্যু মিছিল! মুর্শিদাবাদ জুড়ে শোকের ছায়া, কান্না