Hooghly News: মৃত্যুর পরেই ঘটল চরম বিপত্তি...! শ্রীরামপুরের গোরস্থানে হুলুস্থুল কাণ্ড

Last Updated:

Hooghly News: শ্রীরামপুরের ডেনিস গোরস্থানে রয়েছে মোট ৬১ টি ডেনিশ দেহাবশেষ। কিন্তু দুই তিনটি সমাধি সৌধে ফলক লাগানো থাকলেও বেশিরভাগ সমাধির ফলক উধাও।

+
গোরস্থানে

গোরস্থানে নেই নামের ফলক

হুগলি: হুগলির অন্যতম প্রাচীন একটি শহর শ্রীরামপুর। যেখানে একসময় দাপিয়ে বাণিজ্য করে গেছে ডেনিশরা ১৭৫৫-১৮৪৫ পর্যন্ত তৎকালীন ফ্রেডরিক নগর ডেনিশদের অন্তর্গত ছিল। ফ্রেডরিক নগর ছেড়ে ডেনিশরা চলে গেছে অনেক দিন, তবে রয়ে গেছে তাদের সেই সময় তাদের স্থাপত্যের নিদর্শন। এমনই একটি জায়গা ডক্টর টিপি ভট্টাচার্য স্ট্রিটের ডেনিশ গোরস্থান। যেখানে রয়েছে মোট ৬১ টি ডেনিশ দেহাবশেষ। কিন্তু দুই তিনটি সমাধি সৌধে ফলক লাগানো থাকলেও বেশিরভাগ সমাধির ফলক উধাও।
বর্তমানে এই ডেনিশ সমাধি সৌধটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতার রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভের আওতায় আসার পর নতুন করে জায়গাটি সংস্কার হয়েছে বছর দু’য়েক আগে। ভগ্নপ্রায় দশা থেকে চেহারায় ফিরেছে সমাধি সৌধ গুলি। তবে তাদের নামের ফলক তা এখনও সঠিকভাবে না পাওয়ার কারণে বসেনি। এই বিষয়ে সেখানে ঘুরতে আসা পর্যটকরা জানান, শ্রীরামপুর ঐতিহাসিক নিদর্শন এর জায়গা।
advertisement
advertisement
ইন্দো ডেনমার্ক সম্পর্ক তা নিদর্শন এখানে বিদ্যমান। তবে যাদের কারণে এই ডেনিস নগর গড়ে উঠেছিল তাদের সমাধিক্ষেত্রে নাম না থাকায়, বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। তারা বুঝতে পারছেন না কোনটা কার সমাধি ক্ষেত্র। এর দিকে যদি একটু নজর দেওয়া প্রয়োজন। ফলক না থাকার ফলে গোরস্থানে কোন সমাধিটি কোন মানুষের তা চেনা দায় হয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে।
advertisement
ডেনিশ কর্নেল কেফ্লিং, গভর্ণর হেলেনবার্গর মতন ডেনিশ সমাধিতে আর কে কে ছিল তা জানা দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। এ বিষয়ে তথ্য সংস্কৃতি দফতরের কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, পুরো বিষয়টি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায়। এখানে তাদের হাতে কিছু নেই।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মৃত্যুর পরেই ঘটল চরম বিপত্তি...! শ্রীরামপুরের গোরস্থানে হুলুস্থুল কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement