Dilip Ghosh vs Hiran Chatterjee: ছাব্বিশে খড়্গপুরের টিকিট পাবেন কে? তৈরি দিলীপ, রেলের বাংলো নিয়ে খোঁচা দিলেন হিরণ

Last Updated:

তিনি যে খড়্গপুর থেকে প্রার্থী হতে চান, তা এর আগে দিল্লিতে গিয়েও জানিয়ে এসেছিলেন দিলীপ৷

খড়্গপুরে নিয়ে দিলীপ বনাম হিরণ!
খড়্গপুরে নিয়ে দিলীপ বনাম হিরণ!
হিরণ চট্টোপাধ্যায় নাকি দিলীপ ঘোষ? ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ খড়্গপুর সদর কেন্দ্র থেকে কাকে প্রার্থী করবে বিজেপি? প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী করলে খড়্গপুর থেকেই ভোটে দাঁড়াতে চান তিনি৷
যদিও খড়্গপুরের বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়৷ ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের থেকে এই আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি৷ বিধায়ক হয়েছিলেন অভিনেতা হিরণ৷ যাঁর সঙ্গে আবার দিলীপ ঘোষের সম্পর্ক একেবারেই ভাল নয়৷ হিরণ আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত৷
তিনি যে খড়্গপুর থেকে প্রার্থী হতে চান, তা এর আগে দিল্লিতে গিয়েও জানিয়ে এসেছিলেন দিলীপ৷ এ দিনও খড়্গপুরে তিনি বলেছেন, ‘আমার দলের থেকে কিছু চাওয়ার নেই, কিন্তু আপনারা সবাই যদি চান তাহলে হবে৷’
advertisement
advertisement
দিলীপকে জবাব দিতে গিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি হিরণ৷ এ দিন বিধানসভার বাইরে দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্ন করা হলে কটাক্ষের সুরেই হিরণ বলেছেন, ‘দিলীপদা এখনও খড়্গপুরে রেলের বাংলো দখল করে রেখেছেন৷’ একই সঙ্গে কটাক্ষের সুরেই হিরণ বলেন, ‘দল বললে কলাগাছের হয়েও প্রচারে যাবো৷’
গতকাল খড়্গপুরে বিজেপির শহিদ কর্মীদের শ্রদ্ধাঞ্জলি জানানোর কর্মসূচির পর ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নিকম্মা কিন্তু ভাল ছেলে বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে দেবের কাছেই পরাজিত হয়েছিলেন হিরণ৷ দিলীপ ঘোষ দেবকে ভাল ছেলে বলায় হিরণের মন্তব্য, ‘দিলীপদার কথায় ঘাটালের মানুষ বিভ্রান্ত হতে পারেন৷’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh vs Hiran Chatterjee: ছাব্বিশে খড়্গপুরের টিকিট পাবেন কে? তৈরি দিলীপ, রেলের বাংলো নিয়ে খোঁচা দিলেন হিরণ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement