Higher Secondary Exam 2025: উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে মেটাল ডিটেক্ট ! আর কী কী থাকছে পরীক্ষা কেন্দ্রে, জেনে নিন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
Higher Secondary Exam 2025: প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জনসভায় দেখা যায় প্রবেশপথে বসানো রয়েছে মেটাল ডিটেক্টর। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর ও সিসিটিভির করা নজরদারি।
ঝাড়গ্রাম: উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর এবং সিসিটিভির করা নজরদারি। বর্তমান দিনে স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক্স গ্যাজেটের কারণে এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক কাউন্সিল বলে জানা গিয়েছে।
সোমবার, ৩মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দ্বাদশ শ্রেণীকে নিয়ে এই বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা । ২০২৬ থেকে শুরু হবে সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শনিবার দেখা গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়া স্কুলগুলিতে চরম ব্যস্ততা। বেঞ্চে লাগানো হচ্ছে রোল নম্বর। ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন-সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা পরীক্ষার্থীদের বসার সিট চিহ্নিত করার জন্য বেঞ্চে রোল নম্বর বসাচ্ছেন।
advertisement
জানা গিয়েছে, এই বছর ঝাড়গ্রাম জেলায় মোট ৬৭৩৯ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তার মধ্যে ছাত্র রয়েছে ৩২৭৯ জন এবং ছাত্রী রয়েছে ৩৪৬০ জন। ছাত্রের তুলনায় ১৮১ জন ছাত্রী বেশি পরীক্ষা দিচ্ছেন। ঝাড়গ্রাম জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার মুক্তিপদ বিশুই বলেন, “প্রতিটি ছাত্রছাত্রীর হাতেই আজকাল মোবাইল ফোন রয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলে যেমন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনই পরীক্ষা পত্র বাইরে ছড়িয়ে পড়ারও সম্ভাবনা থাকে। এই সমস্যা রোধ করার জন্য উচ্চমাধ্যমিক কাউন্সিলের নির্দেশ অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকছে এবং সিসিটিভির কড়ার নজরদারিও রয়েছে।”
advertisement
advertisement
ঝাড়গ্রাম জেলায় ২৬ টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। ১৮ টি মূলকেন্দ্র ও ৮টি উপকেন্দ্র। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়। দুপুর ১ টা ১৫ মিনিট পরীক্ষা শেষ হবে। ৩ ঘণ্টা ১৫ মিনিট ধরে এই পরীক্ষা চলবে। হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজ্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষাগুলি ২ ঘণ্টাব্যাপী চলবে। এই বিষয়ের পরীক্ষাগুলি দুপুর ১২টার সময় শেষ হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।” ঝাড়গ্রাম জেলা হাতি কবলিত হওয়ায় বনদফতরকেও জঙ্গল লাগোয়া রাস্তায় বিশেষ নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলেও জানা গিয়েছে।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2025 8:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Higher Secondary Exam 2025: উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে মেটাল ডিটেক্ট ! আর কী কী থাকছে পরীক্ষা কেন্দ্রে, জেনে নিন