Purulia News : প্রবল বর্ষণে বড় বাঁধের জল উপচে প্লাবিত ঝালদার বিস্তীর্ণ এলাকা, আতঙ্কে গ্রামবাসীরা!

Last Updated:

বড় বাঁধের পাড় ধসে বিপদের আশঙ্কা , পুরানো ঝালদা গ্রামের একাধিক বাড়ি জলমগ্ন

+
জলমগ্ন

জলমগ্ন পুরানো ঝালদা গ্রাম

শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া : প্রবল বর্ষণে নাজেহাল অবস্থা হচ্ছে জঙ্গলমহলের মানুষদের। ‌ জলে ডুবেছে একাধিক জায়গা। ‌পুরুলিয়ার ঝালদা বাঁধে জল উপচে প্লাবিত এলাকা। টানা বৃষ্টির ফলে ঝালদার দঁড়দা গ্রাম পঞ্চায়েতের পুরানো ঝালদা গ্রামের বড় বাঁধে জল উপচে পড়ছে। ফলে বাঁধ সংলগ্ন একাধিক বাড়ি প্লাবিত হয়ে গিয়েছে। জল উঠেছে ঘরের ভিতরেও। পাশাপাশি পুরানো ঝালদা থেকে মহাদেব বেড়া যাওয়ার রাস্তাতেও জল জমে গিয়েছে। ‌
যে কোনও মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা । এই পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ‌
advertisement
এ বিষয়ে এলাকার এক বাসিন্দা রাধানাথ কুইরি জানান , জল জমে গিয়ে খুবই সমস্যার মধ্যে পড়েছেন তারা। বাঁধের খুবই বিপদজনক অবস্থা। জল উপচে পড়ে চারিদিকে প্লাবিত হয়ে গিয়েছে। জল জমতে শুরু করেছে সমস্ত দিকে। ‌
advertisement
এইভাবে টানা বৃষ্টি হলে যে কোনও সময় বাঁধের পাড় ধসে যেতে পারে।‌ দুর্ঘটনা ঘটতে পারে যে কোনও সময়। ‌ তাদের চাষের জমিতে ও অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। এ বিষয়ে ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
টানা বর্ষণের ফলে নানান ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে জেলার মানুষদের। ‌ কোথাও বাড়ি ধসে যাচ্ছে তো কোথাও রাস্তায় ধস নামছে। ‌ ঝালদার বড় বাঁধের পাড় ধসে যাওয়ার আশঙ্কায় ভুগছেন গ্রামবাসীরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : প্রবল বর্ষণে বড় বাঁধের জল উপচে প্লাবিত ঝালদার বিস্তীর্ণ এলাকা, আতঙ্কে গ্রামবাসীরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement