Health Benefit of Thankuni Pata: কৃমি থেকে সর্দি-কাশির মোক্ষম দওয়াই, গুণে ভরা ছোটপাতা থানকুনি!
- Published by:Pooja Basu
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
উপকারী গুণে ভরা থানকুনি! সহজলভ্য অযত্নে বেড়ে ওঠা এই পাতায় রয়েছে নানা ঔষধি গুণ, ত্বকের পক্ষে এক কথায় মহাঔষধি এই ছোট পাতা
হাওড়া: উপকারী গুণে ভরা থানকুনি! কোথাও এই পাতা থানকুনি, থালকুড়ো, থুলকুড়ি বা অন্য নামে পরিচিত। থানকুনি সহজলভ্য গাছ, বিশেষ করে চাষের জমি বা পুকুর পাড় রোদপিঠে স্থানে বেশি দেখা যায়। অসম্ভব উপকারী গুণ রয়েছে অযত্নে বেড়ে ওঠা এই থানকুনি পাতায়।
নিয়মিত কয়েকটি পাতা বা রস খেলে ধারে কাছে ঘেঁষতে দেয় না পেটের সমস্যা। এক কথায় পেট ভাল রাখতে থানকুনির জুড়ি নেই। কৃমি দূর করতে এবং সর্দি- কাশিতেও বেশ কার্যকরী ভূমিকা রাখে। পেটের সমস্যা দূর করে এবং একই সঙ্গে ত্বক ভাল রাখে থানকুনি পাতা।
আরও পড়ুনLemon Benefits For Health: একেবারেই ‘পাতি’ নয়, এই লেবুর রসে শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর পালায়!
এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে খনিজ এবং বিভিন্ন উপকারী উপাদান। পেটের আমাশয় সমস্যার পক্ষেও দারুন কার্যকরী। নিয়মিত থানকুনি পাতা খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। তবে অতিরিক্ত মাত্রা হলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে।
advertisement
advertisement
চুলের সমস্যা মেটাতেও থানকুনি কার্যকরী ভূমিকা পালন করে। অল্পতে ঠান্ডা লাগার সমস্যা থাকলে সেই সমস্যা সমাধানেও থানকুনির উপকারী গুণ রয়েছে।এছাড়াও হজম শক্তি বাড়াতে সাহায্য করে থানকুনি। পাশপাশি রক্ত ভাল রাখতে বা রক্তের দূষণ কমাতে সাহায্য করে। লিভারের সমস্যা মেটাতে দারুন কার্যকরী থানকুনি।
advertisement
এ প্রসঙ্গে ডা: সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, থানকুনি’র বেশ কিছু উপকারী গুণ মানুষের জানা। তবে এই পাতা ত্বকের জন্য মহা ঔষধি। নিয়ম মেনে থানকুনি পাতা বা রস খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
একই সঙ্গে লিভার ভাল থাকবে। শরীর সতেজ হবে। থানকুনি পাতার দুই চামচ করে রস। সপ্তাহে দুই থেকে তিন দিন খেলে উপকার পাওয়া যাবে।
advertisement
রাকেশ মাইতি
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 2:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Health Benefit of Thankuni Pata: কৃমি থেকে সর্দি-কাশির মোক্ষম দওয়াই, গুণে ভরা ছোটপাতা থানকুনি!
