Offbeat Destination: রাত কাটানোর সেরা ঠিকানা! একান্তে, নিভৃতে... বোটিংও আছে! হাতের কাছে সেরা ডেস্টিনেশন

Last Updated:

গ্রামীণ ছোঁয়ার এই মনোরম পরিবেশে যে সমস্ত পর্যটকরা জঙ্গলমহল বেড়াতে এসে রাত্রিযাপন করতে চান, তাঁদের অগ্রিম বুকিং করে নেওয়াই ভাল।

+
লক্ষ্মীসাগর

লক্ষ্মীসাগর ইকো হাট

ঝাড়গ্রাম : জঙ্গলমহলে পর্যটকদের জন্য খুশির খবর। গ্রামীণ ছোঁয়ার মনোরম পরিবেশের মধ্যে চালু হল চিলড্রেনস পার্ক। সঙ্গে রয়েছে রাত্রি যাপনের জন্য বাঁশ ও কাঠের বাড়ি এবং মাটির হোমস্টে। বাড়িটি ভিতর ও বাইরে থেকে মাটির হলেও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণের জন্য এসি। মাটির দেওয়াল জুড়ে স্থান পেয়েছে জঙ্গলমহলের আদিবাসী মূলবাসী সম্প্রদায়ের মানুষের হাতের কাজ।
ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে রাধানগর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীসাগর এলাকায় তৈরি করা হয়েছে লক্ষ্মীসাগর ইকোহাট নামের একটি গ্রামীণ ছোঁয়ার হোমস্টে ও চিলড্রেন পার্ক। যেখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে নানা সামগ্রী এবং সেগুন বাগানের মধ্যে সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে তৈরি বসার জায়গা।
সবচেয়ে বড় পাওনা হিসেবে থাকছে লক্ষ্মীসাগর ইকোহাটে ঢোকার সময় বড় দুটি জলাশয় রয়েছে। যেখানে বোটিং করতে পারবে বেড়াতে আসা পর্যটকরা। হাতে একটু সময় নিয়ে ঝাড়গ্রাম শহরের বাসিন্দারাও ঘুরে আসতে পারে এই লক্ষ্মীসাগর ইকোহাট থেকে। বাচ্চাদের মন যেমন আনন্দে ভরে উঠবে ঠিক মনোরম পরিবেশে কিছুক্ষণ সময় কাটালে মন প্রাণ চাঙ্গা হয়ে উঠবে বড়দেরও।
advertisement
advertisement
পর্যটকদের জন্য বিশেষ চমক হিসাবে থাকছে নিজস্ব বাগানের সবজি, পুকুরের মাছ, দেশি মুরগি ও হাঁসের মাংস। পর্যটকেরা যা খেতে চাইবে তা কিন্তু নিজেদের খামারবাড়ি থেকেই পাওয়া যাবে। কলকাতা থেকে খুব একটা দূরে নয় সামনেই রয়েছে লক্ষ্মীসাগর ইকো হাট। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম স্টেশনে। ঝাড়গ্রাম থেকে দহিজুড়ি রুটের গাড়ি ধরে প্রায় ৪ কিলোমিটার যাওয়ার পরেই পড়বে জুয়ালভাঙ্গা। জুয়ালভাঙা থেকে বাদিকে ৫০০ মিটার এগোলেই ডান হাতে চোখে পড়বে লক্ষ্মীসাগর ইকোহাট। ব্যক্তিগত গাড়িতে হলে পৌঁছন আরও সহজ হয়।
advertisement
গ্রামীণ ছোঁয়ার এই মনোরম পরিবেশে যে সমস্ত পর্যটকরা জঙ্গলমহল বেড়াতে এসে রাত্রিযাপন করতে চান, তাঁদের অগ্রিম বুকিং করে নেওয়াই ভাল। এই শীতের মরশুমে সেরা ডেস্টিনেশন হতে পারে লক্ষ্মীসাগর ইকোহাট ।
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat Destination: রাত কাটানোর সেরা ঠিকানা! একান্তে, নিভৃতে... বোটিংও আছে! হাতের কাছে সেরা ডেস্টিনেশন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement