Power Lifting : শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ, দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার ছেলে-মেয়ে
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Power Lifting : শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ-এ দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার এই প্রতিযোগিরা, চেনেন
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায় : শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ-এ ভারতীয় অ্যাথলেটরা দেখালেন নজরকাড়া পারফরম্যান্স। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে দুটি স্বর্ণপদক ও একটি রৌপ্যপদক জিতে নিলেন পাওয়ারলিফটার সুবীর বরাই।
একই প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক জিতে উজ্জ্বল সাফল্য পেলেন হালিশহরের সুশ্মিতা দাস। ৬২.৭ কেজি ওজন নিয়ে ৬৯ কেজি ক্যাটাগরিতে অংশ নিয়ে বিভিন্ন ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স দেখান সুবীর বরাই। তাঁর অনবদ্য লিফটিং দক্ষতা, শৃঙ্খলা ও দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফলেই আন্তর্জাতিক মঞ্চে এই অসামান্য সাফল্য আসে।
ক্রীড়া মহলে তাঁর এই অর্জনকে বিশেষভাবে প্রশংসা করা হচ্ছে। অন্যদিকে, হালিশহরেরই ক্রীড়াবিদ সুশ্মিতা দাস মাস্টার ওয়ান ক্যাটাগরিতে ডেড লিফট ইভেন্টে একাধিক সাফল্যের নজির গড়েছেন। তিনি জেতেন দুটি স্বর্ণপদক- একটি ওপেন ক্যাটাগরি-তে এবং অন্যটি মাস্টার ক্যাটাগরি-তে।
advertisement
advertisement
আরও পড়ুন- এবার সবপক্ষই দিন ফুলস্টপ’, বোর্ডের হঠাৎ জরুরি বৈঠক তাও সিরিজের মধ্যেই, ম্যাচের মধ্যেই তলব
একই ইভেন্টে দুই বিভাগে সোনা জিতে সুশ্মিতা প্রমাণ করলেন তাঁর অসামান্য শক্তি, মানসিক দৃঢ়তা এবং নিখুঁত লিফটিং টেকনিকের উৎকর্ষ। বিশেষজ্ঞদের মতে, এই দুই ভারতীয় অ্যাথলেটের সাফল্য ভবিষ্যতের পাওয়ারলিফটারদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের এই সাফল্য আবারও প্রমাণ করল ক্রীড়া ক্ষেত্রে বাংলা কোনভাবেই পিছিয়ে নয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Halisahar,North Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 02, 2025 6:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Power Lifting : শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ, দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার ছেলে-মেয়ে









