বর্ধমানের স্ত্রী রোগ বিশেষজ্ঞের করোনা পজিটিভ, রোগী দেখেছেন রিপোর্ট আসের আগেও!

Last Updated:

ওই চিকিৎসক আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার আগে পর্যন্ত নিয়মিত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছেন। পাশাপাশি নিয়মিত তিনি নার্সিংহোমেও গিয়েছেন।

#বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় একের পর এক চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক বাড়ছে হাসপাতালগুলিতে। এর আগে বর্ধমান মেডিকেলের দন্ত বিভাগের এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। তবে করোনা হাসপাতলে না গিয়ে তিনি আপাতত হোম কোয়ারেন্টইনে রয়েছেন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসক সাম্প্রতিক কালের মধ্যে বর্ধমান শহরের বাইরে কোথাও যাননি। তবে তিনি নিয়মিত রোগী দেখেছেন। তাই রোগীদের মধ্য থেকেই তাঁর দেহে সংক্রমণ ছড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ওই চিকিৎসক আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার আগে পর্যন্ত নিয়মিত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছেন। পাশাপাশি নিয়মিত তিনি নার্সিংহোমেও গিয়েছেন। দুবেলা প্রাইভেট প্র্যাকটিস করেছেন বলে জানা গিয়েছে। তাই তাঁর সংস্পর্শে আর কারা কারা এসেছেন তা খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দপ্তর। বর্ধমানের ডাক্তার পাড়া হিসেবে পরিচিত খোসবাগানের এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ করোনা আক্রান্ত হওয়ায় জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই তাঁর চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে। তিনি একটি নার্সিংহোমে বেশ কয়েকজন রোগীর সংস্পর্শে এসেছিলেন। তাই চিন্তিত সেইসব প্রসূতি, আসন্নপ্রসবা ও তাঁদের আত্মীয় পরিজনরা।
advertisement
কাটোয়া মহকুমা হাসপাতালের কয়েকজন চিকিৎসক উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। ওই হাসপাতালের প্রসূতি বিভাগের এক রোগীর করোনা ধরা পড়ায় ওই ওয়ার্ডে রোগী ভর্তি নিয়ন্ত্রিত করার হয়েছে। ওই রোগীর সংস্পর্শে আসা চিকিৎসক নার্সদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কাটোয়া মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে রোগী এলে সেখানে তাদের ভর্তি নেওয়া হচ্ছে না। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে।  এদিকে বর্ধমান মেডিকেলের স্ত্রীরোগ বিশেষজ্ঞ করোনা আক্রান্ত হওয়ায় সেখানেও রোগী ভর্তি করতে ভয় পাচ্ছেন অনেকেই। সব মিলিয়ে হাসপাতালগুলি এখন করোনা আবহে উৎকন্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমানের স্ত্রী রোগ বিশেষজ্ঞের করোনা পজিটিভ, রোগী দেখেছেন রিপোর্ট আসের আগেও!
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement