Gold: 'আপনার জুতোটা খুলুন তো', বিএসএফ ধরল এক ব্যক্তিকে, মুর্শিদাবাদে যা উদ্ধার হল, শুনে চোখ কপালে উঠবে
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Gold: জুতোর ভিতরে সোনা পাচার! জলঙ্গীতে বিএসএফ উদ্ধার করল সোনার বিস্কুট।
মুর্শিদাবাদ: জলঙ্গীতে জলস্তর ঠিক হতেই ফের সক্রিয় চোরা চালানকারীরা। বাংলাদেশ থেকে ভারতে সোনা নিয়ে আসার ছক ভেস্তে দিল বিএসএফ। জুতোর ভিতর থেকে বিএসএফ উদ্ধার করল সোনার বিস্কুট। আর তাতেই চক্ষু চড়কগাছ বিএসএফের।
জানা গিয়েছে, মাঠ থেকে বাড়ি ফিরছিলেন এক যুবক। দেখে বোঝার উপায় নেই ভিতর ভিতর ছিল এমন ছক। তবে বিএসএফ-এর কড়া নজর এড়িয়ে বেরিয়ে যাওয়ার উপায় নেই। যুবককে আটক করতেই চক্ষু প্রায় চড়কগাছ হওয়ার জোগাড়। ওই যুবকের জুতোর ভিতর থেকে বেরিয়ে এল সোনা। হাতেনাতে ধরলেন বিএসএফ আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গী থানার অন্তর্গত ফরাজীপাড়া এক নম্বর বিওপিতে।
advertisement
advertisement
বিএসএফ সূত্রে খবর, জলঙ্গীর ১৪৬ নম্বর ব্যাটেলিয়ান ফরাজীপাড়া বিওপি এক নম্বর পয়েন্ট সীমান্ত এলাকায় টহলদারি চলছিল। সেই সময় এক যুবক মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। তাঁকে দেখে সন্দেহ হয়। এরপর আটক করে তাঁকে। অভিযুক্তের কাছ থেকে তল্লাশি চালিয়ে তার জুতোর ভিতর থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ।
advertisement
শুধু তাই নয়, তার কাছ থেকে আরও তল্লাশি চালিয়ে একটি মোবাইল ফোন, ভারতীয় মূল্যের ৭৪০ টাকা ও তার পরিচয় পত্র পাওয়া গিয়েছে। পাশাপাশি, এই ঘটনায় একটি মটর বাইক উদ্ধার করা হয়েছে। এরপর তাকে গ্রেফতার করে বিএসএফ। কার্যত, বাংলাদেশ থেকে সোনা ভারতে নিয়ে আসার ছক ভেস্তে দেয় জলঙ্গির ১৪৬ নম্বর ব্যাটালিয়ন। বিএসএফ সূত্রে ধৃত যুবকের নাম জানা যায়, আমিনুল মোল্লা। তিনি জলঙ্গি ব্লকের বাসিন্দা। সোনা সহ ওই পাচারকারীকে কাস্টমসের হাতে তুলে দেয় বলে জানা যায়। ধৃতকে আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞেসবাদ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
—- কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 06, 2024 5:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gold: 'আপনার জুতোটা খুলুন তো', বিএসএফ ধরল এক ব্যক্তিকে, মুর্শিদাবাদে যা উদ্ধার হল, শুনে চোখ কপালে উঠবে








