Ghatal Flood: কী করে হবে দুর্গাপুজো? সব প্যান্ডেল জলের তলে! বানভাসি গোটা এলাকা! জানুন

Last Updated:

Ghatal Flood: কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান জলে পুজোর প্যান্ডেল!

+
title=

ঘাটাল: পুজোর আগে বানভাসি হয়েছে মেদিনীপুর। ভারী বর্ষণ আর বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। দেবীর বোধন আর মাত্র কয়েকদিন পরে। আর তার আগে প্রবল বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। ঘাটালের পাশাপাশি জেলার সবং, নারায়ণগড়, পিংলা ব্লকের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিকভাবে বাঁধভাঙ্গা বর্ষণের ফলে জেলার বহু পূজা মণ্ডপ জলের তলায়। করুণ অবস্থা ঘাটালে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে চিন্তায় উদ্যোক্তারা।
প্রসঙ্গত সপ্তাহের প্রথম দিন থেকে ভারী বৃষ্টির কারণে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে এখনও। বেশ কিছু জায়গায় প্রায় হাঁটু সমান জল। বৃহস্পতিবারও বিভিন্ন জায়গায় নদীর জল বিপদসীমায় থাকায় মহকুমার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে আছে। প্রধান যাতায়াতের রাস্তায়ও হাঁটু সমান জল। বাধ্য হয়ে রাস্তার উপর দিয়ে জমে থাকা জলে চালানো হচ্ছে নৌকো। এভাবে দিনানিপাত করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে মাত্র কয়েকটা দিন পরেই শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপ গুলিতে শুধুমাত্র বাঁশের কাঠামো তৈরি হয়ে আছে। মণ্ডপগুলিতে কোথাও এক কোমর, কোথাও হাঁটু সমান জল।
advertisement
advertisement
ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় বড় বাজেটের থিমের পূজা হয়। কিন্তু এই পরিস্থিতিতে আদৌ কি পূজা করা সম্ভব হবে, তা নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা।প্রসঙ্গত আবহাওয়ার উন্নতি ঘটলেও জমা জলে নাজেহাল সাধারণ জনজীবন। স্বাভাবিকভাবে কম সময়ের মধ্যে কীভাবে মণ্ডপসজ্জা শেষ হবে, আদৌ কি পূজা হবে কিনা এই জল যন্ত্রণার মধ্যে দুশ্চিন্তায় সকলে।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Flood: কী করে হবে দুর্গাপুজো? সব প্যান্ডেল জলের তলে! বানভাসি গোটা এলাকা! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement