Gangarati News: বারাণসীর ধাঁচে গঙ্গারতি এবার কাকদ্বীপেও, দেওয়া হচ্ছে বিশেষ বার্তা

Last Updated:

এবার গঙ্গারতির আমেজ পাবেন কাকদ্বীপবাসী। বারাণসীর ধাঁচে গঙ্গারতি হচ্ছে কাকদ্বীপে। তবে এই গঙ্গারতির এক মহান উদ্যেশ্য রয়েছে।

+
চলছে

চলছে গঙ্গারতির অনুষ্ঠান 

কাকদ্বীপ:  এবার গঙ্গারতির আমেজ পাবেন কাকদ্বীপবাসী। বারাণসীর ধাঁচে গঙ্গারতি হচ্ছে কাকদ্বীপে। তবে এই গঙ্গারতির এক মহান উদ্যেশ্য রয়েছে। গঙ্গাকে দূষণ মুক্ত করার বার্তা দিয়ে শুরু হয়েছে এই গঙ্গারতির অনুষ্ঠান। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকের উদ্যাোগে লট নং ৮-র এলসিটি ঘাটে গঙ্গা উৎসবের আয়োজন করা হয়। সেখান থেকেই শুরু হয়েছে এই গঙ্গারতির অনুষ্ঠান।
মুড়িগঙ্গা নদীর তীরে সন্ধ্যা আরতি করেন ১১জন পুরোহিত। আরতির পাশাপাশি চলে গঙ্গা বন্দনাও। স্থানীয়রা প্রদীপ ভাসায় নদীর জলে। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নদীকে দূষণমুক্ত করে পবিত্রতার বার্তা দেওয়া হয় এদিনের অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা সহ জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা।
advertisement
advertisement
প্রচুর সাধারণ মানুষ এদিনের উৎসবে সামিল হয়েছিলেন। তাঁরাও নদীতে প্রদীপ ভাসিয়েছেন। নদীতে প্লাস্টিক জাতীয় বস্তু না ফেলা, বর্জ্যপদার্থ ও অন্যান্য অপ্রয়োজনীয় বস্তু না ফেলার অনুরোধ করা হয়েছে এই অনুষ্ঠান থেকে।তবে কাকদ্বীপে এধরণের অনুষ্ঠান স্থানীয়দের কাছে এক অন্য অনুভূতি নিয়ে এসেছে। বিশেষ করে বেনারসের ধাঁচে এই গঙ্গারতির অনুষ্ঠান সকলের মন ছুঁয়ে গিয়েছে।
advertisement
Nawab Mullick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangarati News: বারাণসীর ধাঁচে গঙ্গারতি এবার কাকদ্বীপেও, দেওয়া হচ্ছে বিশেষ বার্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement