প্রতিমা দর্শনে বেরিয়েই বিপদ! গাইঘাটায় যুবতীকে হেনস্থার ঘটনায় গ্রেফতার চার, শুরু তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা

Last Updated:

এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস বলেন, 'সারা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশি নিষ্ক্রিয়তা এর অন্যতম কারণ। পুলিশ যদি আসল দোষীকে গ্রেফতার করে তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।'

News18
News18
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে যুবতী আক্রান্ত হয়। তাকে বাঁচাতে গিয়ে  আক্রান্ত হন যুবতীর ডাক্তার দাদা। এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।
বৃহস্পতিবার আক্রান্ত ডাক্তারের বাড়িতে যান তৃণমূলের প্রতিনিধি দল।  নির্যাতিতার বাড়িতেও যান তাঁরা। কথা বলেন নির্যাতিতা ও তাঁর দাদার সঙ্গে। তারা ঘটনার নিন্দা করে আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেন।প্রতিনিধি দলে ছিলেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার দাস। গাইঘাটা ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল বিশ্বাস-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস বলেন, ‘সারা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশি নিষ্ক্রিয়তা এর অন্যতম কারণ। পুলিশ যদি আসল দোষীকে গ্রেফতার করে তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রতিমা দর্শনে বেরিয়েই বিপদ! গাইঘাটায় যুবতীকে হেনস্থার ঘটনায় গ্রেফতার চার, শুরু তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement