Jhargram News: একা একা রাত কাটানোর দিন শেষ! শেষমেশ সুখ-দুঃখে জঙ্গলমহলে স্ত্রী ভালুক পাশে পাচ্ছে পুরুষ সঙ্গীকে

Last Updated:

দীর্ঘদিন পর সঙ্গী পেতে চলেছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে থাকা স্ত্রী ভাল্লুক

জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে পুরুষ ভাল্লুক 
জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে পুরুষ ভাল্লুক 
ঝাড়গ্রাম: দীর্ঘদিন পর সঙ্গী পেতে চলেছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে থাকা স্ত্রী ভাল্লুক। বাঁকুড়ায় উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক একটি পুরুষ ভাল্লুকের এখন ঠিকানা হয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। আর এই পুরুষ ভাল্লুককে নিয়েই স্বপ্ন দেখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ২৫ বছর বয়সী পুরুষ ভাল্লুকটিকে ২১ দিন কোয়ারেন্টাইনে রাখার পর স্ত্রী ভাল্লুকের সঙ্গে ইনক্লোজারে ছেড়ে দেওয়া হবে। ফলে দীর্ঘদিন থেকে সঙ্গীহীনতায় দিন কাটানো স্ত্রী ভাল্লুকটি সঙ্গী পাবে। তাদের দু’জনের সংসারে নতুন ভাল্লুক পাওয়ার আশায় বুক বেঁধেছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ।
রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “বাঁকুড়ায় উদ্ধার হওয়া পুরুষ ভাল্লুকটিকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে রবিবার রাতে নিয়ে আসা হয়েছে। নিয়ম অনুযায়ী চিড়িয়াখানায় নতুন অতিথীদের ২১ দিন কোয়ারেন্টাইন করা হয়। তারপরে তাকে ইনক্লুজারে রাখা হয়। ভাল্লুকের স্বাস্থ্য খতিয়ে দেখার পরেই চিড়িয়াখানায় থাকা ভাল্লুকের ইনক্লুজারে ছেড়ে দেওয়া হবে। আগে থেকে একটি স্ত্রী ভাল্লুক রয়েছে। এই ভাল্লুকটা আশায় চিড়িয়াখানায় দু’টি ভাল্লুক হল”। বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার বাঁকুড়া জেলার দক্ষিণ বাঁকুড়া বন বিভাগের অন্তর্গত সারেঙ্গা রেঞ্জের দুবরাজপুর এলাকায় বিহার রাজ্যের এক যুবক ২৫ বছর বয়সী পুরুষ ভাল্লুককে নিয়ে খেলা দেখানোর জন্য এসেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সারেঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার সহ বন কর্মীরা। ঘটনাস্থল থেকে ভাল্লুকটিকে উদ্ধার করে এবং খেলা দেখাতে আসা বিহারের ওই যুবককে গ্রেফতার করে বন দফতর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রবিবার খাতড়া আদালতে পেশ করা হলে যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এবং ভাল্লুকটিকে জঙ্গলমহল জুলজিক্যালপার্কে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সেই মত রবিবার রাত্রে ভাল্লুকটি এসে পৌঁছায় জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে। জুলজিক্যাল পার্কে ভাল্লুক পৌঁছতেই খুশির হাওয়া পার্কের কর্মীদের মধ্যে। তার কারণ দীর্ঘদিন পরে সঙ্গী পেতে চলেছে পার্কে থাকা স্ত্রী ভাল্লুকটি। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভাল্লুকটিকে ২১ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভাল্লুকটিকে ভ্যাকসিনেশনের পাশাপাশি তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। খাদ্য তালিকায় রয়েছে বিশেষ ডায়েট চার্ট।
advertisement
খেতে দেওয়া হচ্ছে ছাতু ,মধু সহ বিভিন্ন হাই প্রোটিন খাদ্য। ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করে স্নান করিয়ে তারপরেই ইনক্লোজারে ছাড়া হবে। জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের শাল জঙ্গলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে চিতাবাঘের প্রজনন খুব ভাল হয়েছে। যার প্রমাণ পাওয়া গেছে বহুবার। কিন্তু এবার ভাল্লুকের প্রজননের অপেক্ষায় দিনগনা শুরু করেছে জঙ্গলমহলে জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ।
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: একা একা রাত কাটানোর দিন শেষ! শেষমেশ সুখ-দুঃখে জঙ্গলমহলে স্ত্রী ভালুক পাশে পাচ্ছে পুরুষ সঙ্গীকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement