Flood situation: জলে ডুবে জমি, ধানচাষ-সব্জি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের! বাড়তে পারে দামও
- Published by:Ratnadeep Ray
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Flood situation West Bengal: জলের তলায় ডুবে রয়েছে ধান জমি। সেই সব জমিতে রোয়া ধানের অনেকটাই ক্ষতি হয়ে যাবে বলে আশঙ্কা করছেন রাজ্যের শস্য ভান্ডার বলে খ্যাত পূর্ব বর্ধমান জেলার কৃষকরা।
পূর্ব বর্ধমান: জলের তলায় ডুবে রয়েছে ধান জমি। সেই সব জমিতে রোয়া ধানের অনেকটাই ক্ষতি হয়ে যাবে বলে আশঙ্কা করছেন রাজ্যের শস্য ভান্ডার বলে খ্যাত পূর্ব বর্ধমান জেলার কৃষকরা। বর্ধমান এক ও দুই নম্বর ব্লক, ভাতার, আউশগ্রাম, কালনা, মঙ্গলকোট, মেমোরি, মন্তেশ্বরের অনেক জমি এখন জলের তলায়। তিন-চার দিন ধরে সেইসব জমির ধান জলে ডুবে রয়েছে। এর ফলে ধান চাষে ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন চাষিরা।
কৃষকরা বলছেন, ধারদেনা করে সার দিয়ে জমি তৈরি করা হয়েছিল। এক বিঘে জমিতে দশ জন করে শ্রমিক লাগিয়ে ধান রোয়া হয়েছিল। সেই সব চাষ জলে গেল। সদ্য রোয়া ধানের চারা পচে নষ্ট হয়ে যাবে। নতুন করে আর বীজতলা তৈরি করে ধান রোয়া যাবে না। জমি ফাঁকাই পড়ে থাকবে।
advertisement
advertisement
জেলা কৃষি দপ্তর সূত্রে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, ৩ লক্ষ ৭০ হাজার হেক্টর জমিতে এবার ধান চাষে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার মধ্যে এক লক্ষ ৪০ হাজার হেক্টর জমিতে ধান রোয়া হয়ে গিয়েছে। সেই ধানের অনেকটাই জলে ডুবে থাকায়, ক্ষতির মধ্যে পড়তে হবে বলে আশঙ্কা কৃষকদের।
জুন জুলাই মাসে বৃষ্টির যথেষ্টই ঘাটতি ছিল। সেই কারণে বীজতলা তৈরি করে বৃষ্টির আশায় বসেছিলেন অনেকেই। অনেকে আবার বাড়তি খরচ করে সাবমার্সিবল পাম্প চালিয়ে মাটির তলার জল তুলে ধান রোয়ার কাজ শেষ করেছিলেন। অনেকে ডিভিসির ছাড়া জল পেয়ে ধান রোয়ার কাজে হাত দেন। সেই ধান নিয়েই এখন দুশ্চিন্তায় কৃষকরা।
advertisement
অতিবৃষ্টিতে ক্ষতির মুখে জেলার সবজি চাষও। অনেক সবজি জমিই এখন জলবন্দি হয়ে রয়েছে। কৃষকরা বলছেন, জমা জলে সবজি গাছের গোড়া পচে নষ্ট হয়ে যাবে। ফলনও অনেক কমে যাবে। এই জেলায় ব্যাপকভাবে বেগুন, ঢেঁড়শ, পটল, ঝিঙের চাষ হয়। এইসব সব্জির ফলন অনেকটাই কমে যাবে। তার ফলে বাজারে ফের সবজির দাম বাড়বে। ক্ষতির মুখে পড়েছে জেলার ফুল চাষও। পূর্বস্থলী এক ও দু নম্বর ব্লকে ব্যাপকভাবে ফুলের চাষ হয়। অতিবৃষ্টিতে অনেক ফুলগাছ মরে গেছে। ফলনও কমেছে অনেকটাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 5:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood situation: জলে ডুবে জমি, ধানচাষ-সব্জি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের! বাড়তে পারে দামও