West Bengal News: মহেশতলায় চলল গুলি, রক্তারক্তি কাণ্ড এলাকায়! স্থানীয়দের অভিযোগ শুনলে পিলে চমকে উঠবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: এলাকার স্থানীয় বাসিন্দারা মেহরাজ মোল্লার সঙ্গে কথা বলতে গেলে সে এলাকাবাসীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
#মহেশতলা: মহেশতলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর মোল্লাপাড়ায় বাসিন্দা মেহেরাজ মোল্লা এলাকায় সমাজবিরোধী হিসেবে পরিচিত। শনিবার সন্ধ্যায় সন্তোষপুর স্টেশনের কাছে একটি দোকান থেকে নগদ কুড়ি হাজার টাকা চুরি করে নিয়ে বাড়ি চলে আসে। ওই দোকানের মালিকসহ বেশকিছু লোক মেহরাজ মোল্লার বাড়িতে আসে ও এলাকাবাসীদের ঘটনাটি জানায়।
এলাকার স্থানীয় বাসিন্দারা মেহরাজ মোল্লার সঙ্গে কথা বলতে গেলে সে এলাকাবাসীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপরই মেহেরাজ মোল্লার পরিবারের লোকজন তাদের বাড়ির ছাদের উপর থেকে এলাকাবাসীদের কাচের বোতল, ইট ছুড়ে মারতে থাকে। এরপরই মেহেরাজ মোল্লা আগ্নেঅস্ত্র নিয়ে শূন্যে গুলি চালায়। ও এলাকাবাসীদের গুলি করে মেরে দেওয়ার হুমকি দেয়।
advertisement
advertisement
কাচের বোতল ও ইট ছুড়ে মারার ফলে বেশ কয়েকজন এলাকাবাসী আহত হয়। এদের মধ্যে তিনজন রক্তাক্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী ও RAF। উত্তেজিত এলাকাবাসী মেহরাজ মোল্লার বাইকে ভাঙচুর চালায়।
advertisement
পাশাপাশি ঘটনাস্থল থেকে মহেশতলা থানার পুলিশ একটি গুলি উদ্ধার করে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ইতিমধ্যেই পুলিশ তিন অভিযুক্তকে আটক করে নিয়ে আসে মহেশতলা থানায়। মূল অভিযুক্ত মেহরাজ মোল্লা পলাতক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 13, 2022 8:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মহেশতলায় চলল গুলি, রক্তারক্তি কাণ্ড এলাকায়! স্থানীয়দের অভিযোগ শুনলে পিলে চমকে উঠবে