Fire Incident: দাউদাউ করে জ্বলে উঠল তেল ভর্তি ট্যাঙ্কার, কয়েক ফুট উঠল আগুনের লেলিহান শিখা!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Fire Incident: সম্ভবত শর্ট সার্কিট থেকেই একটি তেলের ট্যাঙ্কারে আগুন লাগে। যেহেতু অতিদাহ্য তেল মজুত ছিল, সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে
পশ্চিম বর্ধমান: কালো ধোঁয়ায় ভরে গেল এলাকা। মুহূর্তের মধ্যে দেখা গেল আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিখা উঠে গেল কয়েক ফুট উচ্চতা পর্যন্ত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল। দুর্গাপুরের মঙ্গলচন্ডি রোড সংলগ্ন একটি কারখানায় আগুন লেগে এই পরিস্থিতি তৈরি হয়। তেলের ট্যাঙ্কারে লাগা আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে মঙ্গলচন্ডি রোড সংলগ্ন ওই কারখানার একটি তেলের ট্যাঙ্কারে আগুন লাগে। সেই সময় আশপাশে দাঁড়িয়েছিল আরও তিনটি ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারগুলিতেও আগুন লেগে যায় বলে জানা গিয়েছে দমকল সূত্রে। তাছাড়াও একটি দাঁড়িয়ে থাকা লরিতে আগুন লেগে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের সঙ্গে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
advertisement
advertisement
কিন্তু কীভাবে আগুন লাগল? কেনই বা এত ভয়াবহ রূপ নিল আগুন? এক দমকল আধিকারিক জানিয়েছেন, সম্ভবত শর্ট সার্কিট থেকেই একটি তেলের ট্যাঙ্কারে আগুন লাগে। যেহেতু অতিদাহ্য তেল মজুত ছিল, সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আশপাশে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারগুলিতেও তেল মজুত থাকায় ভয়াবহ রূপ নেয় আগুন।
advertisement
জানা গিয়েছে, যে ট্যাঙ্কারগুলিতে আগুন লেগেছিল, সেগুলিতে বাণিজ্যিক তেল রাখা ছিল। ওই কারখানা থেকে বাণিজ্যিক তেল বিভিন্ন জায়গায় প্রয়োজন মত সরবরাহ করা হত বলে খবর। যদিও স্থানীয় দু-একজন অভিযোগ করেছেন, ওই ট্যাঙ্কারগুলিতে ডিজেল মজুত করে রাখা হত। অন্যদিকে বিশাল এই অগ্নিকাণ্ড দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের কারখানা থেকেও অনেকে বেরিয়ে চলে আসেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কেউ মুখ খোলেনি।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2024 1:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Incident: দাউদাউ করে জ্বলে উঠল তেল ভর্তি ট্যাঙ্কার, কয়েক ফুট উঠল আগুনের লেলিহান শিখা!