Farakka Barrage Fire : ফরাক্কা ব্যারেজের উপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি! তীব্র গরমে আটকে উত্তর-দক্ষিণবঙ্গগামী বাস-গাড়ি-ট্রেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Farakka Barrage Fire: ফরাক্কা ব্যারেজের ওপর ৪৮ নম্বর গেটের সামনে হঠাৎই একটি পন্য বোঝাই লরিতে হঠাৎই আগুন লেগে যায়।
মুর্শিদাবাদ: ফরাক্কা ব্যারেজের উপর ৪৮ নম্বর গেটের সামনে হঠাৎই আগুন লাগল পন্যবোঝাই লরিতে। অগ্নিকাণ্ডের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল বেশ কয়েকঘণ্টা। অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক।
আজ বুধবার সকালে ধুপ কাঠি ও অ্যালুমিনিয়াম যন্ত্রাংশ নিয়ে বহরমপুর থেকে মালদহ যাচ্ছিল একটি পন্য বোঝাই গাড়ি। কিন্তু হঠাৎই ৪৮ নম্বর গেটের সামনে এসে লরিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরাক্কা ব্যারেজে মোতায়েন থাকা সিআইএসএফ জওয়ানরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, ফরাক্কা ব্যারেজের ওপর রেল লাইনের বিদ্যুৎ তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই কারণে বন্ধ থাকে ট্রেন চলাচল।
advertisement
আরও পড়ুনঃ এক ঘণ্টায় ১.৫ কোটি, গান প্রতি ১০ লক্ষ পারিশ্রমিক! ডিভোর্সের পর ফের বিয়ে! ভারতের শীর্ষস্থানীয় এই গায়কের জীবনযাপন চমকে দেয়
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পন্যবাহী লরিতে অগ্নিকাণ্ডের জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। তার কারণ ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে মালদহ হয়ে উত্তরবঙ্গ প্রবেশ করতে হয়। কিন্তু অগ্নিকাণ্ডের জেরে যান চলাচল বন্ধ থাকে। ব্যাহত হয় পরিষেবা। পাশাপাশি অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। যদিও দমকল আধিকারিকরা জানিয়েছেন, পন্যবাহী গাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দুটি ইঞ্জিনের প্রচেষ্টায়। কী ভাবে আগুন লেগে গেল লরিতে, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2024 12:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Farakka Barrage Fire : ফরাক্কা ব্যারেজের উপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি! তীব্র গরমে আটকে উত্তর-দক্ষিণবঙ্গগামী বাস-গাড়ি-ট্রেন