পেঁয়াজের ফলন বেশি, দাম মিলছে না ! বিপাকে মুর্শিদাবাদের চাষিরা
Last Updated:
#মুর্শিদাবাদ: আবহাওয়া অনুকূল। ফলনও বেশি। তবে ন্যায্য দাম মিলছে না। বিপাকে মুর্শিদাবাদের পেঁয়াজ চাষীরা। সঠিক সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ চাষিরা। ভোটবাজারে একেই ইস্যু করতে তৈরি বিরোধীরা।
মুর্শিদাবাদ জেলার কৃষকদের একটা বড় অংশ পেঁয়াজ চাষের উপর নির্ভরশীল। এমনিতেই আবহাওয়া অনুকূল হওয়ায় এবছর পেঁয়াজের ফলন বেশি। এবছর হুইট হলিডে পালনের ফলেও বিকল্প হিসেবে পেঁয়াজ চাষ বেশি হয়েছে। যোগান বেশি, বিক্রি কম। ফলে ন্যায্য দাম পাচ্ছেন না চাষীরা।
মুর্শিদাবাদ জেলার প্রায় ৯ হাজার হেক্টর জমিতে হয় পেঁয়াজ চাষ। যার মধ্যে মুর্শিদাবাদ সদরের নওদা ব্লকেই প্রায় ৬,০৯০ হেক্টর জমিতে পেঁয়াজ চায় হয়। হরিহরপুরেও ১০১০ হেক্টর জমিতে হয় পেঁয়াজ চাষ।
advertisement
advertisement
বরাবরই জেলায় পেঁয়াজের ফলন বেশি। তবে আজ পর্যন্ত সঠিক সংরক্ষণের ব্যবস্থা হয়নি। ফলে নষ্টও হচ্ছে পেঁয়াজ। ভোটের মুখে তাই প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন চাষীরা।
পেঁয়াজ বিক্রি করে দাম নেই। বীজ, সার, সেচের খরচ ওঠাতেই মাথায় হাত চাষীদের। এবছর রপ্তানিতে ব্যবহৃত বস্তার দামও বেড়ে হয়েছে দ্বিগুণ। সবে মিলে বিপাকে জেলার পেঁয়াজ চাষীরা। তার মধ্যেই ভোটের ময়দানে একে ইস্যু করতে তৈরি বিরোধীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2019 6:38 PM IST