ঈশ্বর গুপ্ত সেতু নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Last Updated:
গলদ ধরা পড়েছিল ২০ বছর আগে। কিন্তু শোধরানো হয়নি। তার ফলে আপাতত ঠিক করা যাচ্ছে না ঈশ্বর গুপ্ত সেতু।
#কল্যাণী: গলদ ধরা পড়েছিল ২০ বছর আগে। কিন্তু শোধরানো হয়নি। তার ফলে আপাতত ঠিক করা যাচ্ছে না ঈশ্বর গুপ্ত সেতু। নিদেনপক্ষে এক মাস সময় লাগবে ছোট গাড়ি চলাচলের উপযোগী করার জন্য। আর পুরোপুরি ঠিক করতে সময় লাগবে প্রায় এক বছর।
হুগলি, উত্তর ২৪ পরগণা ও নদীয়ার মধ্যে সংযোগকারী ঈশ্বর গুপ্ত সেতু। ১৯৮৯ সালে চালু হওয়া এই সেতুতে সমস্যা ধরা পড়ে ১৯৯৬ সালে। চালু হওয়ার ৭ বছরের মধ্যেই সেতুর ২ নম্বর পিলারে ধরা পড়ে ফাটল। সেই একই জায়গায় এবার বড়সড় ফাটল। সেতু বিপর্যয়ের কারণ হিসাবে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ৷
advertisement
১৯৯৬ সালে ২ নম্বর পিলারের টপ প্লেট ও বটম প্লেটে সমস্যা ধরা পড়ে ৷ সেই সময় বদল করা হয় টপ প্লেট, বটম প্লেট ও বিয়ারিং ৷ বিশেষঞ্জদের মতে, একটি বিয়ারিংয়ের স্থায়িত্ব সাধারণত ১৫ বছর পর্যন্ত থাকে ৷ এক্ষেত্রে সেতু চালুর ৭ বছরের মধ্যেই বিয়ারিং সমস্যা দেখা দেয় ৷ দুই পিলারের উপরে সিমেন্টের যে স্ল্যাব বসানো আছে তা যুক্ত করা আছে কংক্রিট ব্লক ও তার উপরে বসানো বটম প্লেট ও টপ প্লেট দিয়ে ৷ ২৭ বছর ধরে সেতুর উপরে গাড়ি যাতায়াতের চাপ বাড়ছে ৷ ২০ বছর পরে ফের সেই কংক্রিট ব্লকে ফাটল ধরা পড়েছে ৷ কংক্রিট ব্লকে ফাটল ধরা পড়ায় সরে গিয়েছে বিয়ারিং ,বটম ও টপ প্লেট ৷ এই অবস্থায় কার্যত সুতোর মতো ঝুলছে ঈশ্বর গুপ্ত সেতু ৷
advertisement
advertisement
পূর্ত দফতর ও রাইটসের কর্তারা সেতু সংষ্কার নিয়ে সোমবার বৈঠক করেন নবান্নে। ১৯৯৬ সালে সমস্যা ধরা পড়ার পর স্থায়ী সমাধানের ব্যবস্থা হয়নি। এমনকী রক্ষণাবেক্ষণও সঠিকভাবে করা হয়নি। যার ফলে প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াতকারী বেশ কয়েকহাজার মানুষ বিপাকে পড়লেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2016 12:36 PM IST