এগিয়ে বাংলা: রেলে চেপে মোদির রাজ্যে যাচ্ছে বীরভূমের বালি
Last Updated:
রেলে চেপে মোদির রাজ্যে যাচ্ছে বীরভূমের বালি। বালিঘাটগুলির অবৈধ ভাগ বাঁটোয়ারা রুখতে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#বীরভূম: রেলে চেপে মোদির রাজ্যে যাচ্ছে বীরভূমের বালি। বালিঘাটগুলির অবৈধ ভাগ বাঁটোয়ারা রুখতে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ই-অকশন প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডার ডেকে বালিঘাটগুলির সমবণ্টন হয়েছে। ময়ূরাক্ষী নদী পাড়ের ভাল মানের বালি পাড়ি দিচ্ছে গুজরাত-মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশে। খুশি বালিঘাট মালিকরা। রাজস্ব ঘরে তুলেছে রাজ্য। বাড়ছে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থাও।
বীরভূমের ময়ূরাক্ষীর নদী তীর। বালির পুরু স্তরে ঢাকা নদীতটে কান পাতলেই এখন েমশিনের ঘড়ঘড় শব্দ। রেলের ওয়াগনে চলছে বালি তোলার কাজ। এরাজ্য থেকে বালি উড়ছে গুজরাত-মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশে।
বালিঘাটগুলি িনয়ে হাজারো সমস্যায় জেরবার ছিল বীরভূম। অবৈধ বণ্টন হওয়ায় চিন্তা বেড়েছিল মালিকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরই বালিঘাটের বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা আসে।
advertisement
advertisement
বীরভূমের বালি যাচ্ছে ভিনরাজ্যে
-------------------------
- বালিঘাটগুলিকে বিভিন্ন ব্লকে ভাগ
- ই-অকশন প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডার ডাকা হয়
- দীর্ঘমেয়াদী িলজ নেন বালিঘাট মালিকরা
- বালি তুলে পাঠানো হচ্ছে গুজরাত-উঃপ্রদেশ-মধ্যপ্রদেশে
গুণমান ভাল হওয়ায় ময়ূরাক্ষী নদী চরের বালির চাহিদা বাড়ছে অন্য রাজ্যে। লাভের মুখ দেখছেন বালি ব্যবসায়ীরা।
ভাল মানের বালির কদর
-----------------------
advertisement
- ময়ূরাক্ষীর নদী চরের বালিতে মাটি নেই
- বালি পরীক্ষা করে গুজরাত ও মধ্যপ্রদেশের দল
- বালির মান ভাল হওয়ায় বরাত একটি সংস্থার
- ২৩০০ টন বালি নিয়ে ৬৩টি ওয়াগন পাড়ি
- সিউড়ি স্টেশন থেকে গুজরাত পাড়ি
বালিঘাট বণ্টনের স্বচ্ছ প্রক্রিয়ায় লাভ হচ্ছে সরকারেরও। রাজস্ব আয় বেড়েছে। কাজ পেয়েছেন বহু মানুষ।
advertisement
ময়ূরাক্ষী নদীচরে আর শোনা যায় না অভিযোগ। বালিতে চিকচিক করছে খুশি। সরকারি উদ্যোগ সেই খুশি পৌঁছে দিচ্ছে ভিনরাজ্যেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2018 11:30 AM IST