#EgiyeBangla: মুখ্যমন্ত্রীর উদ্যোগে সিউড়ি সদর হাসপাতাল এখন সুপার স্পেশালিটি, উন্নত পরিষেবায় খুশি মানুষ
Last Updated:
ছিল সিউড়ি সদর হাসপাতাল। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এখন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। রাজ্য সরকারের তৎপরতায় আরও আধুনিক হয়েছে হাসপাতাল।
#সিউড়ি: ছিল সিউড়ি সদর হাসপাতাল। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এখন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। রাজ্য সরকারের তৎপরতায় আরও আধুনিক হয়েছে হাসপাতাল। বীরভূমের বাসিন্দাদের অসুস্থতায় ভরসার একমাত্র ঠিকানা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। এমনকী ঝাড়খণ্ড থেকেও প্রচুর রোগী আসছেন চিকিৎসা করাতে।
বীরভূমের বাসিন্দাদের রোগভোগের যম সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। একসময় ছিল সিউড়ি সদর হাসপাতাল। মুখ্যমন্ত্রীর উদ্যোগে পালটেছে চেহারা। এখন হাসপাতাল আরও স্পেশাল। নাম হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। গতবছরই এই হাসপাতালকে Friendly hospital for disabled person-এর পুরস্কার দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী।
advertisement
advertisement
ভরসার হাসপাতাল
-------------------
- সিউড়ি সুপার স্পেশালিিট হাসপাতালে ৫০০-র বেশি বেড
- বছরে ১২ হাজারের বেশি প্রসব
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিখরচায় বা নামমাত্র খরচে মিলছে একাধিক উন্নত পরিষেবা। খুশি রোগী ও পরিজনেরা।
ভরসার হাসপাতাল
advertisement
------------------
- রেডিওলজি, ডায়ালিসিস, সিটি স্ক্যান
- এক্স-রে, সিসিইউ, এসএনসিউ, ইএনটি
- সার্জারি, অর্থোপেডিক, ফিজিওথেরাপি,
- আয়ুষ, আকুপাংচার, ড্রাগ রেজিস্ট ইউনিট
- থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট-সহ অন্য পরিষেবা
প্রতিবছর গড়ে দু'লক্ষের বেশি রোগীর চাপ সামলায় এই হাসপাতাল। যার মধ্যে বীরভূম তো বটেই, পাশের ঝাড়খণ্ড থেকে প্রচুর রোগী আসেন। সমীক্ষায় দেখা গিয়েছে,
advertisement
ভরসার হাসপাতাল
-------------------
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতি ওয়ার্ডে ভর্তি রোগীদের মধ্যে ঝাড়খণ্ডের রোগী ১২ থেকে ১৫%
এরাজ্য হোক বা পাশের রাজ্য ঝাড়খণ্ড। রোগী মানেই উন্নত চিকিৎসার অঙ্গীকার। রোগী মানেই ভরসার হাত বাড়ানো। অসুখের দাওয়াই। চোখ বুজে ভরসার ঠিকানা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2018 10:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: মুখ্যমন্ত্রীর উদ্যোগে সিউড়ি সদর হাসপাতাল এখন সুপার স্পেশালিটি, উন্নত পরিষেবায় খুশি মানুষ