Egiye Bangla: হরিণঘাটা ব্লকে উন্নয়ন, বাংলা আবাস যোজনায় তৈরি ১০ হাজার নতুন ঘর

Last Updated:
#হরিণঘাটা: সৌজন্যে রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা। নদিয়ার হরিণঘাটা ব্লকে প্রায় দশ হাজার ঘর তৈরি করে দেওয়া হয়েছে। গরিব পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। নতুন করে আরও ১২ হাজার ঘর দেওয়ার জন্য সমীক্ষার কাজও শেষ। এছাড়াও রাস্তাঘাট সংস্কার করেছে রাজ্য সরকার।
নদিয়া জেলার মানচিত্রে হরিণঘাটা ব্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাম আমলে বাড়ির অভাবে সমস্যায় পড়েছিল গরিব পরিবারগুলি। রোদে-জলে প্রতিদিনের যন্ত্রণা ভুগতেন মানুষ। সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারতেন না গরিব মানুষেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরই দিন বদলেছে। গৃহহীনরা পেয়েছেন পাকা ঘর। পাকা ঘরে ঠিকানাও হয়েছে পাকা।
হরিণঘাটায় পাকা ঘর
advertisement
advertisement
------------------------------
- হরিণঘাটায় ১০ হাজার পাকা ঘর তৈরি করে দিয়েছে প্রশাসন
- বাংলা আবাস যোজনায় পাকা ঘর দেওয়া হয়েছে
- নতুন করে প্রায় ১২ হাজার ঘর দেওয়ার জন্য সমীক্ষা করা হয়েছে
শুধু পাকা ঘরের ব্যবস্থাই করেনি রাজ্য সরকার, একইসঙ্গে হরিণঘাটা ব্লকে রাস্তা সংস্কারও করা হয়েছে। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে নগরউখরা, গাইঘাটা, হাবরা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা হরিণঘাটার উপর দিয়ে গিয়েছেন। এই রাস্তা নদিয়ার সঙ্গে উত্তর চব্বিশ পরগনার সংযোগ স্থাপন করেছে।
advertisement
হরিণঘাটা ব্লকের উন্নয়নে খুশি স্থানীয় বাসিন্দারাও। বাম আমলে হরিণঘাটা ছিল নেই রাজ্য। রাজ্য সরকারের উদ্যোগে হরিণঘাটার মুখে হাসি। হরিণঘাটা বলছে সব পেয়েছি... ভালো আছি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Egiye Bangla: হরিণঘাটা ব্লকে উন্নয়ন, বাংলা আবাস যোজনায় তৈরি ১০ হাজার নতুন ঘর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement