Fraud Case: নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে দেড় কোটি টাকা হাতিয়েছিল, তল্লাশি চালিয়ে বিরাট কেলেঙ্কারি ফাঁস

Last Updated:

অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একটি বিশেষ তদন্তকারী দল শেখ জিন্নার বাড়িতে হাজির হন।

নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে দেড় কোটি টাকা হাতিয়েছিল জিন্নার! দিনভর তল্লাশি তার বাড়িতে
নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে দেড় কোটি টাকা হাতিয়েছিল জিন্নার! দিনভর তল্লাশি তার বাড়িতে
পূর্ব বর্ধমান: নিজেকে ইডি অফিসার সেজে দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগে পূর্ব বর্ধমানের শেখ জিন্নার আলির বাড়িতে দিনভর তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তল্লাশির কারণ শুনে চোখ কপালে তুলেছেন এলাকার বাসিন্দারা।
সূত্রের খবর, বুধবার সকালে চারটি গাড়িতে করে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ক্ষেমতা গ্রামে হাজির হন। এরপরেই জিন্নার আলির বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভেতরে প্রবেশ করেন। শুরু হয় তল্লাশি। সূত্র মারফত জানা গিয়েছে,  নিজেকে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিংকমিটির চেয়ারম্যান হিসেবে পরিচয় দেওয়া শেখ জিন্নার আলির বিরুদ্ধে সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি নিজেকে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসার পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা আদায় করেছেন। শুধু তাই নয়, অভিযোগকারী বালি ব্যবসায়ীর দাবি, শেখ জিন্নার একাধিকবার তাকে হুমকি দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বাধ্য করার চেষ্টা করেন।
advertisement
advertisement
অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একটি বিশেষ তদন্তকারী দল শেখ জিন্নার বাড়িতে হাজির হন। জিন্নার আলির বাড়ি ঘিরে রেখে কেন্দ্রীয় বাহিনী এবং একাধিক  ইডি আধিকারিক বাড়ির ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করে। সাত সকালে তল্লাশি শুরু হলেও সারাদিন বাড়ির মধ্যেই ছিল তদন্তকারী দল। বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, জিন্নারsj রায়না, কলকাতা, বাঁকুড়ার বাড়ি-সহ পাঁচ জায়গায় ইডির নজর রয়েছে। ইডির পাঁচটি টিম একসঙ্গে কাজ করছে। তবে জিন্না ঠিক কী কাজ করতেন সে ব্যাপারে তেমন কোনও ধারণা নেই এলাকার বাসিন্দাদের। তবে গত কয়েক বছরে জিন্নার যে বহু সম্পত্তির মালিক হয়ে গিয়েছিলেন, সে কথা মানছেন তাঁরা। ইদানিং সে অনেক জমিও কিনেছিল বলে জানিয়েছেন তাঁরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud Case: নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে দেড় কোটি টাকা হাতিয়েছিল, তল্লাশি চালিয়ে বিরাট কেলেঙ্কারি ফাঁস
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement