Physiotherapist Vacancy: ফিজিওথেরাপি ডিগ্রি থাকলেই সুখবর, স্বাস্থ্য দফতরে চাকরির দরজা খোলা! কীভাবে আবেদন করবেন দেখুন

Last Updated:

East Bardhaman Physiotherapist Vacancy: ফিজিওথেরাপি ডিগ্রিধারীদের জন্য সুখবর। পূর্ব বর্ধমানে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে চুক্তিভিত্তিক নিয়োগ।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (DH&FWS) ‘মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (Multi Rehabilitation Worker)’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগে যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। মোট শূন্যপদ ২১টি। বিভাগ অনুযায়ী শূন্যপদ- সাধারণ (UR): ৬টি, প্রতিবন্ধী (UR-PWD): ১টি, EWS: ২টি, তপশিলি জাতি (SC): ৬টি, তপশিলি উপজাতি (ST): ২টি, OBC-A: ২টি, OBC-B: ২টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি (Bachelor Degree in Physiotherapy) থাকতে হবে।
advertisement
advertisement
অভিজ্ঞতা: কোনও হাসপাতালে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিজিওথেরাপিতে মাস্টার্স ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী বয়স ২১ থেকে ৪০ বছর। (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য)।
advertisement
মাসিক বেতন: ১৮,০০০ টাকা (Consolidated)।
আবেদন পদ্ধতি: শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য যেতে হবে সংস্থার ওয়েবসাইটে। ওয়েবসাইট – www.wbhealth.gov.in
advertisement
আবেদন ফি: সাধারণের জন্য আবেদনমূল্য ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণীর (SC / ST / OBC) আবেদন মূল্য ৫০ টাকা। আবেদন মূল্য NEFT মাধ্যমে ‘DISTRICT HEALTH AND FAMILY WELFARE SAMITY (NON-NHM)’ নামে পাঠাতে হবে। নির্ধারিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে এই আবেদন মূল্য। (ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: 0187132000008। IFSC কোড: CNRB0000187)।
নিয়োগ পদ্ধতি: মোট ৫০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর, ফিজিওথেরাপি ডিগ্রির নম্বর এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হবে মেধা তালিকা। এরপর  ৫ নম্বরের ইন্টারভিউ দিতে বাছাই করা প্রার্থীদের।
advertisement
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৪ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। নথি যাচাইয়ের তালিকা প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর, ২০২৫।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রের প্রিন্ট আউট ও পেমেন্ট রশিদ নিজের কাছে সংরক্ষণ করা বাধ্যতামূলক। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিম্নলিখিত ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
ওয়েবসাইট – www.purbabardhaman.nic.in
তাই এই পদের জন্য যদি আপনি যোগ্য হয়ে থাকেন, তাহলে সময় নষ্ট না করে দ্রুত আবেদন করুন। হাতে সময় কিন্তু কম।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Physiotherapist Vacancy: ফিজিওথেরাপি ডিগ্রি থাকলেই সুখবর, স্বাস্থ্য দফতরে চাকরির দরজা খোলা! কীভাবে আবেদন করবেন দেখুন
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement