Nadia News: পুজোর আগে পাঁচ টাকায় বস্ত্র মেলা, নদিয়ার গয়েশপুরে অনন্য আয়োজন
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারা এই মেলায় এসে পাঁচ টাকার কুপন কিনে করতে পারবেন তাদের পছন্দের কেনাকাটি
কল্যাণী: পুজোর আগে নদিয়ার গয়েশপুরে পাঁচ টাকায় বস্ত্র মেলা। পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব৷ এক বছর ধরে সকলে অপেক্ষায় থাকে এই উৎসবের জন্য। পুজোয় যখন নতুন জামা কাপড় পরে সকলে উৎসবে মেতে থাকে তখন আর্থিক ভাবে পিছিয়ে পড়া কিছু মানুষ পুজোর আনন্দের থেকে একটু দুরে সরে থাকেন।
তাই সেই সব মানুষদের পুজোর আনন্দে অংশ নিতে গয়েশপুর আশ্বাস সেচ্ছাসেবক সংগঠন কল্যানীর গয়েশপুর পৌর ৮ নং ওয়ার্ডে পাঁচ টাকায় বস্ত্র মেলার আয়োজন করে। পাঁচ টাকায় নতুন বস্ত্র ও একবেলা খাবারের সুব্যবস্থা করেছেন সংগঠনের পক্ষ থেকে।
সংস্থার পক্ষ থেকে জানা যায়, গত পাঁচ বছর ধরে তারা এই পাঁচ টাকার মেলা আয়োজন করে আসছেন সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য। যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারা এই মেলায় এসে পাঁচ টাকার কুপন কিনে করতে পারবেন তাদের পছন্দের কেনাকাটি।
advertisement
advertisement
তবে একটি কুপনে একটি মাত্র জিনিস কিনতে পারবেন তারা। জামাকাপড় থেকে শুরু করে বইখাতা স্যানিটারি ন্যাপকিন এমনকি বিরিয়ানি পর্যন্ত রাখা রয়েছে এই মেলাতে। প্রত্যেকটির মূল্যই পাঁচ টাকা করে। পাঁচ টাকায় কেনাকাটি করতে পেরে খুশি একাধিক খেটে খাওয়া মানুষেরা এবং উদ্যোক্তারা জানাচ্ছেন ভবিষ্যতেও তারা এই ধরনের মেলা প্রত্যেক বছর করবেন।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2024 8:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: পুজোর আগে পাঁচ টাকায় বস্ত্র মেলা, নদিয়ার গয়েশপুরে অনন্য আয়োজন