Durga Puja 2023: রাজা প্রতাপাদিত্যের ইতিহাস জড়ানো পুজোয় আজব রীতি, ৪০০ বছরের উৎসব বারাসতে

Last Updated:

Durga Puja 2023: বিশ্বাস, কোলে বসলে সারা বছর শরীর স্বাস্থ্য সুস্থ থাকে। এভাবেই প্রায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে বারাসতের দক্ষিণপাড়ায় হয়ে আসছে শিবকুঠির দুর্গাপুজো।

+
দুর্গা

দুর্গা প্রতিমা

উত্তর ২৪ পরগনা: রাজা প্রতাপাদিত্যের সময়কালের ইতিহাসকে বয়ে নিয়ে আসছে সদর শহরের ঐতিহ্যবাহী এই পুজো। অষ্টমীতে এই পুজোর বিশেষ রীতি ধুনো পোড়ানো। বাড়ির প্রবীণ সদস্যরা দেবীমূর্তির সামনে পোড়ানো ধুনো দেন। আর তারপরই পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার মানুষজন ওই প্রবীণ মহিলাদের কোলে আসন নেন।
বিশ্বাস, কোলে বসলে সারা বছর শরীর স্বাস্থ্য সুস্থ থাকে। এভাবেই প্রায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে বারাসতের দক্ষিণপাড়ায় হয়ে আসছে শিবকুঠির দুর্গাপুজো। তবে এর পিছনেও রয়েছে প্রাচীন ইতিহাস। ইতিহাস ঘাটলে জানা ‌যায়, মোঘল সম্রাট আকবর বারো ভুইঁয়াদের মধ্যে ১১ জনকে বশে এনেছিলেন। কিন্তু, যশোরের অধিপতি প্রতাপাদিত্যকে বাগে আনতে পারেননি। প্রতাপাদিত্যর প্রধান সেনাপতি ছিলেন সর্দার শঙ্কর চট্টোপাধ্যায়। মোঘল সম্রাটের উদ্দেশ্য ছিল প্রতাপাদিত্যকে পরাস্ত করা।
advertisement
আরও পড়ুন: সানি দেওলের সুন্দরী স্ত্রী চিরকাল রহস্যময়ী, কেন? কী করেন পূজা? স্বামীর কীর্তি জেনে গিয়েই এমন সিদ্ধান্ত!
ছলে বলে রাজা প্রতাপাদিত্য ও শঙ্করকে বন্দি করে দিল্লি নিয়ে যান। সঙ্গে নিয়ে যান যশোরেশ্বরী কালীর মূর্তিও। তারপরই মারা যান আকবর। অপরদিকে, বন্দি অবস্থায় প্রতাপাদিত্যেরও মৃত্যু হয়। আকবর-পুত্র জাহাঙ্গিরের নির্দেশে শঙ্করের আমৃত্যু কারাবাসের সাজা হয়। তাঁর কারাদণ্ডের সময়টা ছিল পিতৃতর্পণের কাল। বন্দি শঙ্কর সম্রাটের কাছে তর্পণ করার আর্জি করেন। সেই আবেদন নাকচ করে দেন আকবর পুত্র জাহাঙ্গির। ব্যথিত শঙ্কর কারাগারেই আমরণ অনশন শুরু করেন। আকবরের স্ত্রী যোধাবাঈ ছেলে জাহাঙ্গিরকে শঙ্করের আবেদন অনুমোদনের জন্য নির্দেশ দেন।
advertisement
advertisement
আরও পড়ুন: মরুভূমির মধ্যে ক্যাকটাসের জঙ্গলে হারিয়ে গেছে বিড়ালটি, খুঁজে পেলে আপনি জিনিয়াস!
সেনা প্রহরায় যমুনার তীরে শংকর তর্পণ করেন। শঙ্করের মন্ত্রোচ্চারণ শুনতে প্রচুর মানুষ ভিড় করেন। সেই ভিড়ে ছিলেন বোরখা পরিহিতা যোধাবাঈও, মন্ত্র শুনে মুগ্ধ হন তিনিও। সেই রাতেই রাজমাতা স্বপ্নে দেখেন, তিনি দুর্গাপুজো করছেন। স্বপ্ন ভেঙে যেতেই তাঁর মনে পড়ে শঙ্করের কথা। কারাগারে গিয়ে তিনি শঙ্করকে দুর্গাপুজো করার নির্দেশ দেন। শিবের উপাসক শঙ্কর প্রথমে রাজি হননি। পরে তিনি পুজো করতে শুরু করেন। শঙ্করের পিতৃভিটে ছিল বারাসতে। শিবের উপাসক হয়েও তিনি দুর্গাপুজো করেছিলেন বলে এই পুজো শিবেরকুঠির দুর্গাপুজো নামেই পরিচিত।
advertisement
পুজোর কদিন প্রতিদিনই বাড়িতে ভোগ হয়, কিন্তু দশমীর দিন উমা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফেরেন পান্তা ভাত ও কচু শাক খেয়ে। সন্ধ্যা হওয়ার আগেই দেবী প্রতিমা বিসর্জন দিতে হয়। দশমীতে বিসর্জনের আগে গোল করে উমাকে অঞ্জলি দেওয়া হয়। আর সেক্ষেত্রে বাড়ির বা পাড়ার বিধবারাও শামিল হন। মাকে সিঁদুরদান করতে পারেন তাঁরাও। তারপরই মাকে কাঁধে করে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। আগে বলি হলেও, এখন সেই প্রথা বন্ধ হয়ে গিয়েছে। জেলার প্রাচীন পুজোগুলির মধ্যে বারাসাতের এই চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো অন্যতম ঐতিহ্য বহন করে চলেছে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2023: রাজা প্রতাপাদিত্যের ইতিহাস জড়ানো পুজোয় আজব রীতি, ৪০০ বছরের উৎসব বারাসতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement