#জয়পুর, পুরুলিয়া: একশো আট আকবরি মুদ্রায় তৈরি পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির দুর্গা। তিনশো ষাট দিন থাকে লকারে। মুক্তি মেলে পুজোর পাঁচদিন। ষষ্ঠী থেকে দশমী। রাজবাড়িতে রাজকীয় আপ্যায়ন। ২৪ ঘণ্টা পুলিশি নজরদারির মধ্যেই বোধন, সন্ধিপুজো, বিসর্জন।
পুরুলিয়া থেকে ৩০ কিলোমিটার দূরে জয়পুর। অতীত গরিমা কাঁধে কোনওরকমে দাঁড়িয়ে ভগ্নপ্রায় রাজবাড়ি। কালের থাবায় ভেঙে পড়েছে আভিজাত্য । কামান, তোপ, রাজসিক ঠাঁটবাট আজ অতীত। তবু রাজবাড়ির গর্ব সোনার দুর্গা।
কুমোরপাড়া থেকে নয়। উমা আসে ব্যাঙ্কের লকার থেকে । আগাগাগোড়া গিনি সোনায় তৈরি। শরীর জুড়ে বহুমূল্য মণি মুক্তো হিরের ঝলক। জয়পুর রাজবাড়িতে সোনার দুর্গার বসত। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সোনার দুর্গা ঘিরেই রাজকীয় আয়োজন।
দুর্গা মূর্তি গড়তে বেনারস থেকে আসেন দক্ষ কারিগররা। একশো আটটি আকবরি স্বর্ণমুদ্রা ও দামী মণিমুক্তো, হিরে-জহরত দিয়ে তৈরি হয় প্রতিমা। দু মণ রূপো দিয়ে তৈরি চালচিত্র। ১৯৬৯ সাল। একবার সোনার মূর্তি চুরির চেষ্টাও হয়। তারপর থেকে ব্যাঙ্কের লকারেই থাকে মূর্তি।
নিউজ 18 বাংলা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: District Durga Puja, Durga Puja 2018, Golden Durga, Purulia