এ-কী কান্ড...! বাড়ি-ঘর ছেড়ে এবার হাসপাতাল, চুরি গেল লাখ লাখ টাকার সারঞ্জাম, অবাক সকলে

Last Updated:

এ কী কান্ড ঘটল। এতদিন গৃহস্থের বাড়িতে এই কান্ড হলেও এখন তা খোদ হাসপাতালে। তাও আবার অপারেশন থিয়েটারের মধ্যে।

অপারেশন থিয়েটারে চুরির ঘটনায় তদন্তে পুলিশ 
অপারেশন থিয়েটারে চুরির ঘটনায় তদন্তে পুলিশ 
ডোমকল: এ কী কান্ড ঘটল। এতদিন গৃহস্থের বাড়িতে এই কান্ড হলেও এখন তা খোদ হাসপাতালে। তাও আবার অপারেশন থিয়েটারের মধ্যে। মুর্শিদাবাদের ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের অপারেশন থিয়েটার (OT) থেকে কয়েক লক্ষ টাকার মূল্যবান চিকিৎসার সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মুর্শিদাবাদ ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয় কয়েক বছর আগেই। ডোমকলের এই হাসপাতালের উপর নির্ভর করে থাকেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়া যায় রোগীদের। আর হাসপাতালের অপারেশন থিয়েটার থেকেই লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম চুরি হতেই শোরগোল তৈরি হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে আসেন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ ও ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদার। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
advertisement
advertisement
হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে মুখ খুলতে নারাজ। যদিও এই ঘটনা সামনে আসতেই হাসপাতালের সুপার জানান, “আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি, তদন্ত চলছে।” তবে হাসপাতালের ভেতরে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে অপারেশন থিয়েটার থেকে চুরি হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, এই চুরি সম্ভবত হাসপাতালের ভেতরের কারও সহযোগিতা ছাড়া সম্ভব নয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রোগীর আত্মীয়রা যেখানে প্রবেশের আগে সিকিউরিটির অনুমতি নিতে বাধ্য হন। সেখানে অস্ত্রোপচারের ঘরের মত স্পর্শকাতর জায়গা থেকে চুরি হওয়া সত্যিই দুঃসাহসিক ও লজ্জাজনক বলে মনে করছেন অনেকেই। মুর্শিদাবাদের ডোমকল মহকুমা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। চুরি যাওয়ার পরিমাণ কয়েক লক্ষ টাকা।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এ-কী কান্ড...! বাড়ি-ঘর ছেড়ে এবার হাসপাতাল, চুরি গেল লাখ লাখ টাকার সারঞ্জাম, অবাক সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement