Divorce Viral Video: ডিভোর্স উদযাপনে শুদ্ধিকরণ! বালতি বালতি দুধ এনে এ কী কাণ্ড যুবকের, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Divorce Viral Video: দু’বছর আগে সামাজিকভাবে বিয়ে হলেও, শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক হেনস্থা ও অযৌক্তিক শর্ত মেনে নিতে না পেরে রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হয় ওই যুবকের। তারপর?

+
হরিহরপাড়াতে

হরিহরপাড়াতে ডিভোর্স উদযাপনে শুদ্ধিকরণ দুধ স্নান যুবকের

হরিহরপাড়া, কৌশিক অধিকারী: বালতি বালতি দুধ ঢেলে বিবাহ-বিচ্ছেদ উদযাপন। মুর্শিদাবাদে ডিভোর্সের পর দেখা গেল এমনই এক অভিনব দৃশ্য। বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন এক যুবক।
সূত্র মারফত জানা যায়, দু’বছর আগে সামাজিকভাবে বিয়ে হলেও, শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক হেনস্থা ও অযৌক্তিক শর্ত মেনে নিতে না পেরে রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হয় ওই যুবকের। আর তারপরেই নতুন জীবনের সূচনায় অভিনব উদযাপন।
এই অদ্ভুত দৃশ্য দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। তবে যুবকের বক্তব্য স্পষ্ট, ভালবাসা ছিল, কিন্তু সংসার টিকল না। শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক নির্যাতন সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল। মাত্র দুই বছরে পাঁচ-ছ’বার সালিশি সভা বসেছে। মেয়ের মা ও মেয়ে দাবি করতেন ছেলে যেন নিজের পরিবারের কারোর সঙ্গেই না চলাফেরা করে।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক পাশ করা থাকলেই রাজ্যের বেকাররা পাবেন যুবশ্রীর ১৫০০ টাকা, কীভাবে ও কতদিন আবেদন করা যায়? এক ক্লিকে জানুন
এমন অযৌক্তিক শর্ত না মানতেই শুরু হয় অশান্তি। পরবর্তীতে শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক হেনস্থা এবং একাধিক সালিশি সভার পর রবিবার রাতে হয় মিউচুয়াল ডিভোর্স। এসব মানা সম্ভব ছিল না। তাই শেষমেশ রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হল। তারপরেই এই সিদ্ধান্ত।
advertisement
আরও পড়ুন: ইচ্ছে থাকলে মানুষ সব পারে! প্রমাণ দিলেন জাল টেনে মাছ ধরা কাঁথির যাদব, আজ তিনি IIT-র প্রফেসর
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে বিবাহ-বিচ্ছেদের সংখ্যা। পারিবারিক অশান্তি কিংবা মানসিক চাপ বর্তমান পরিসংখ্যানে দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরেই বিবাহ-বিচ্ছেদের হার বেড়ে গিয়েছে উল্লেখযোগ্য হারে। এর আগেও একাধিক বার বিবাহ-বিচ্ছেদের পর উদযাপন করতে দেখা গেলেও মুর্শিদাবাদের হরিহরপাড়ার এই যুবকের এই অভিনব উদযাপন দেখে হতবাক সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Divorce Viral Video: ডিভোর্স উদযাপনে শুদ্ধিকরণ! বালতি বালতি দুধ এনে এ কী কাণ্ড যুবকের, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement