Digha Radhashtami: দিঘায় জমজমাট রাধাষ্টমী! জগন্নাথ ধামে এলাহি আয়োজন, ৫৬ ভোগে কী কী থাকছে? দেখে নিন মহাপ্রসাদের রাজকীয় মেনু
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Digha Radhashtami: দিঘা জগন্নাথ ধামে মূলত এই প্রথম রাধাষ্টমীর আয়োজন। তাই মন্দির ট্রাস্টের তরফ থেকে এলাহি আয়োজন করা হয়েছে। শ্রীরাধার পছন্দের বিভিন্ন পদ থাকবে ৫৬ ভোগের তালিকায়।
পঙ্কজ দাশরথী, পূর্ব মেদিনীপুর: রাজা বৃষভানু ও তাঁর স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোলে ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন শ্রীরাধা।পবিত্র এই রাধাষ্টমী তিথিকে কেন্দ্র করে আজ,রবিবার সকাল থেকে দিঘা জগন্নাথ ধামে থাকছে এলাহি আয়োজন। ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হল বিশেষ এই দিনের আধ্যাত্মিক কার্যক্রম।
দিঘা জগন্নাথ ধামে মূলত এই প্রথম রাধাষ্টমীর আয়োজন। তাই মন্দির ট্রাস্টের তরফ থেকে এলাহি আয়োজন করা হয়েছে। শ্রীরাধার পছন্দের বিভিন্ন পদ থাকবে ৫৬ ভোগের তালিকায়। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মতে সর্বেশ্বরী শ্রীরাধার অন্যতম পছন্দের পদ হল কচু দিয়ে তৈরি বিভিন্ন তরি তরকারি। সেইমতো আজ দুপুরে রাধারানিকে ৫৬ ভোগের অন্যতম স্পেশ্যাল মেনু হিসেবে দেওয়া হবে কচু দিয়ে তৈরি বিভিন্ন পদ। ইতিমধ্যে দিঘার খাদালগোবরা গ্রাম থেকে সেই কচু নিয়ে যাওয়া হয়েছে। তা দিয়ে ৩- ৪টি পদ অর্পণ করা হবে শ্রীরাধাকে। ইসকনের সন্ন্যাসীদের হাতেই সেই সমস্ত পদ তৈরি হবে। এছাড়াও সেই তালিকায় থাকবে ক্ষীরের পায়েস ও বাংলার বিভিন্ন প্রান্তের স্পেশ্যাল বিভিন্ন ধরনের মিষ্টান্ন।
advertisement
আরও পড়ুন-৪ কন্যা সন্তানকেই হারিয়েছেন সানি লিওন, শোকে পাথর নায়িকা, ফাঁস করলেন ভয়ানক যন্ত্রণার কথা…
মন্দির সূত্রে খবর, বিশেষ এই তিথিতে ভোর সাড়ে চারটায় হয়েছে মঙ্গল আরতি। এরপর সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে বৈদিক যজ্ঞ। এরপর বেলা ১১টায় শুরু হল মহা অভিষেক পর্ব। তা ভক্তরা লাইন দিয়ে একা একা দেখতে পারবেন জগন্নাথ ধামে। জন্মাষ্টমীর মতোই রাধাষ্টমীতেও অভিষেকের জন্য ব্যবহার করা হবে ১০৮ তীর্থক্ষেত্রের জল। এছাড়াও ফুল, মধু, ঘির মতো বিভিন্ন সামগ্রী দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলবে অভিষেক পর্ব। বারোটা নাগাদ অর্পণ করা হয়েছে ৫৬ ভোগ।এরপর দুপুর ১টায় ভক্তদের মাঝে বিতরণ করা হবে রাধাষ্টমীর বিশেষ মহাপ্রসাদ।
advertisement
advertisement
আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড! দিন-রাত গোপনে যা চলছিল…! RPF অভিযান চালাতেই তুলকালাম, জানলে আঁতকে উঠবেন
যেহেতু চলতি বছর রাধাষ্টমী রবিবার ছুটির দিনেই তাই জগন্নাথ ধামে অতিরিক্ত ভিড় জমতে পারে। সেই আশঙ্কা করে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রসাদের পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হচ্ছে। বছরে এই একদিনই রাধারানির চরণ দর্শন করতে পারবেন ভক্তরা। সেজন্য ভক্তদের সামনে রাধারানির চরণ বাইরে নিয়ে আসা হয়েছে এদিন। সেখান থেকে বছরের এই বিশেষ তিথিতে দর্শন করবেন সকলে। অভিষেক পর্বের পর রাধারানিকে নতুন পোশাকে সাজিয়ে তোলা হল। সেজন্য ইসকন সন্ন্যাসীদের তরফ থেকে সেই পোশাক কলকাতা থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছে। এছাড়াও সকাল থেকে ভক্তিমূলক ভজন কীর্তনের জন্য ইতিমধ্যে জগন্নাথ ধামে এসে পৌঁছেছেন ইসকনের প্রায় ৫০ জন সন্ন্যাসী।
advertisement
মূলত রাধাষ্টমী উৎসবটি সামাজিক জীবন পরিচালনাকারী সংস্কৃতিক ধর্মীয় বিশ্বাস ব্যবস্থার একটি উজ্জ্বল দিক। ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে এই রাধাষ্টমী ঘটা করে পালন করা হয়। জগন্নাথ ধামেও সেই রাধাষ্টমী উপলক্ষে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সকাল থেকে এলাহি আয়োজন করা হয়েছে। রবিবারের ছুটি এবং বিশেষ এই তিথিতে অতিরিক্ত ভিড়ের মাঝে বিশৃঙ্খলা এড়াতে আজ সকাল থেকেই থাকবে বাড়তি পুলিশই নিরাপত্তা। দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, ‘সকাল থেকেই বিভিন্ন ধরনের ধর্মীয় কার্যক্রম পালন হবে। এরপর দুপুর ১১ টায় অভিষেক এবং বারোটায় ভোগ অর্পণ করা হবে। সেই ভোগে রাধারানীর পছন্দের গ্রাম্য কচুর বিভিন্ন পদ দেওয়া হবে। নতুন পোশাকেও সেজে উঠবেন রাধারানী।’
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 1:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Radhashtami: দিঘায় জমজমাট রাধাষ্টমী! জগন্নাথ ধামে এলাহি আয়োজন, ৫৬ ভোগে কী কী থাকছে? দেখে নিন মহাপ্রসাদের রাজকীয় মেনু