Dengue Death: জেলায় আবারও ডেঙ্গিতে মৃত্যু যুবকের! পুজোর আগে বাড়ছে উদ্বেগ

Last Updated:

Dengue Death: জেলায় আবারও ডেঙ্গির বলি, ক্রমশ হাতের বাইরে যাচ্ছে পরিস্থিতি!

উত্তর ২৪ পরগনা: ফের জেলায় ডেঙ্গিতে মৃত্যু। এবার দমদম পুরসভা এলাকার যুবকের মৃত্যু সরকারি হাসপাতালে। আর কয়েক দিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তার আগেই ডেঙ্গিতে একের পর এক মৃত্যু ভাবিয়ে তুলছে জেলা প্রশাসনকে। জেলায় ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
জানা গিয়েছে, দমদম পুরসভার উত্তর বাদরা এলাকার বাসিন্দা বছর ২৬ এর সিদ্ধার্থ বালা জ্বর নিয়ে সোমবার বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি হয়। কিন্তু মঙ্গলবার সকালেই মৃত্যু হয় ওই যুবকের। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ্য রয়েছে বলেই পরিবার সূত্রে জানা গিয়েছে।মৃতের পরিবারের দাবি, এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন থাকলেও গত চার-পাঁচ দিন ধরেও সিদ্ধার্থের জ্বর হয়। পুরসভা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডেঙ্গি পরীক্ষা ও টাইফয়েড পরীক্ষা করা হয়। দুটোতেই রিপোর্ট পজিটিভ আসে।
advertisement
আরও পড়ুন: 
advertisement
চিকিৎসক হাসপাতালে ভর্তির কথা বললেও সিদ্ধার্থ সহ তার পরিবার হাসপাতালে থাকতে রাজি হয়নি বলেই প্রতিবেশীদের তরফ থেকে জানা গিয়েছে।পরবর্তীতে জ্বর না কমলে আবারও দমদম পুরসভা হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেও, ওই রোগীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীকে স্থানান্তরিত করার পরামর্শ দেন। তারপরই পরিবার সিদ্ধান্ত নেয় যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়ার। তবে শেষ রক্ষা হল না, এদিন সকালেই মৃত্যু হয় ওই যুবকের। তারপর থেকেই এলাকায় শোকের পাশাপাশি তৈরি হয়েছে ডেঙ্গি আতঙ্ক। এখন ডেঙ্গি রোধে কি সিদ্ধান্ত নেয় প্রশাসন সেদিকেই তাকিয়ে জেলাবাসী।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue Death: জেলায় আবারও ডেঙ্গিতে মৃত্যু যুবকের! পুজোর আগে বাড়ছে উদ্বেগ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement