Death: মৃত ব্যক্তিকে শ্মশানযাত্রায় ব্যান্ড, ডিজে বক্স বাজিয়ে উদ্দাম নৃত্য পরিবারের! কেন?
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Death: সাধারণত কেউ মারা গেলে আমরা দেখতে পাই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন কিন্তু এ এক অন্য ছবি দেখা গেল।
বসিরহাট: বসিরহাটে ব্যান্ড, ডিজে বক্স বাজিয়ে মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে গেল আত্মীয়-পরিজন। ব্যান্ড পার্টি, ডিজে বক্স বাজিয়ে মৃত ব্যক্তিকে নিয়ে নৃত্যের তালে শ্মশান যাত্রী পরিবারের সদস্যরা। চোখের জলের বদলে আনন্দের মধ্যে শেষকৃত্য সম্পন্ন শতবর্ষের বৃদ্ধার। সাধারণত কেউ মারা গেলে আমরা দেখতে পাই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন কিন্তু এ এক অন্য ছবি দেখা গেল।
দাদুর কথা রাখল – ছেলে বৌমা নাতি নাতনিরা বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তে। নাকুয়াদহ গ্রামে। শতাধিক বর্ষের বৃদ্ধ কালিপদ সরকার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার।
advertisement
advertisement
দাদুর ইচ্ছেমতো নাতি-নাতনিরা বাঁশের দোলায় চাপিয়ে শবদেহ নিয়ে শোভাযাত্রা বের করল গোটা গ্রাম একদিকে বাজি ফোটানো অন্যদিকে ব্যান্ড পার্টি আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে মৃতের পরিবারের সদস্যসহ গ্রামবাসীরা আনন্দ উৎসবে মাতলেন। আর তা দেখতে রাস্তা দুই ধারে কাতারে কাতারে গ্রামের মানুষ।
advertisement
জানা যায়, মৃত্যুর আগে বৃদ্ধ বলে গিয়েছিলেন আমার মৃত্যু হলে কেউ যেন চোখের জল না ফেলে ব্যান্ডপার্টি ভাড়া করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিন বৃদ্ধের কথা মত আনন্দ উৎসবের মধ্য দিয়ে ইটিন্ডা শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
—- জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2024 6:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death: মৃত ব্যক্তিকে শ্মশানযাত্রায় ব্যান্ড, ডিজে বক্স বাজিয়ে উদ্দাম নৃত্য পরিবারের! কেন?






