Kalna News: কালনায় রাজ আমলের গোপাল মন্দিরে দুঃসাহসিক চুরি, ব্যাপক চাঞ্চল্য 

Last Updated:

Kalna Mandir Thief Case: রাজ আমলের এই মন্দির জরাজীর্ণ হয়ে পড়েছিল। ঐতিহ্যবাহী এই মন্দির সংস্কারের দাবি তুলেছিলেন বাসিন্দারা।

#কালনা: কালনায় কয়েকশো বছরের প্রাচীন গোপাল মন্দিরে চুরির ঘটনা ঘটল‌। মন্দিরের তালা ভেঙে গহনা ও দানপত্রের টাকা চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় কালনা শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। তবে মঙ্গলবার সন্ধে পর্যন্ত ঘটনার কোনও কিনারা হয়নি। এই ঘটনার পর কালনার অন্যান্য মন্দিরগুলির নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলেছেন শহরের বাসিন্দারা।
পূর্ব বর্ধমান জেলার প্রাচীন শহর কালনা। গঙ্গা পারের এই শহরকে মন্দিরের শহর বলা হয়। এই শহরে প্রচুর মন্দির রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রাচীন মন্দির এই গোপাল মন্দির। সেই মন্দিরে চুরির ঘটনা এলাকায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
আরও পড়ুন- করোনা আবহে ছোট করে আয়োজিত হচ্ছে বীরভূমের জয়দেব-কেন্দুলির মেলা
রাজ আমলের এই মন্দির জরাজীর্ণ হয়ে পড়েছিল। ঐতিহ্যবাহী এই মন্দির সংস্কারের দাবি তুলেছিলেন বাসিন্দারা। তার জেরে বেশ কয়েক বছর আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করে। এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল পুরাতত্ত্ব বিভাগ। তবে সংস্কারের কাজ বিশেষ হয়নি।
advertisement
advertisement
মন্দিরের সেবায়েতরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন, মন্দির প্রাচীন হয়ে যাওয়ায় দরজা জানলা সবই দুর্বল হয়ে গেছে। যে কোনও দিন সেই দুর্বল দরজা জানালা ভেঙে চুরি হয়ে যেতে পারে। কিন্তু সে বিষয়ে তেমন কর্ণপাত করেনি পুরাতত্ত্ব বিভাগ। তার পরিণতিতে এই চুরির ঘটনা ঘটল বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ।
আরও পড়ুন- 'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার'! মেলার শুভসূচনা, ছবিতে ঘুরে দেখুন সাগরদ্বীপ
মঙ্গলবার সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে এসে দেখেন দরজার তালা ভাঙা। এর পরই তিনি অন্যদের খবর দেন। ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। মন্দির সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা তিনটি দরজার তালা এবং পেছনের জানালা ভাঙে। গোপালের তিনটি সোনার টিপ,  বাঁশি, তিনটে মুকুট সহ  দানপত্রের নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna News: কালনায় রাজ আমলের গোপাল মন্দিরে দুঃসাহসিক চুরি, ব্যাপক চাঞ্চল্য 
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement