Cyclone Remal Update: ঘূর্ণিঝড়ে জমিতে ঢুকেছে নোনা জল! উপকূলে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Cyclone Remal Update: ঘূর্ণিঝড়ের জেরে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ ব্লক, হাসনাবাদ, মিনাখাঁ, বাদুড়িয়া সহ সাত'টি ব্লকের কৃষকদের মাথায় হাত। ঝোড়ো হাওয়ায় বিঘার পর বিঘা চাষের ক্ষেতে যেভাবে পাকা সবজি গাছ ভেঙে পড়ছে
উত্তর ২৪ পরগনা: রিমলের জেরে সুন্দরবনের উপকূলীয় এলাকায় ক্ষতির মুখে চাষ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রিমলের জেরে রাজ্যের সুন্দরবন ও উপকূলীয় এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে সমস্যায় চাষিরা। বাংলাদেশ ঘেঁষা বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকায় রিমলের জেরে চাষের জমিতে নোনা জল ঢুকে গিয়েছে।
ঘূর্ণিঝড়ের জেরে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ ব্লক, হাসনাবাদ, মিনাখাঁ, বাদুড়িয়া সহ সাত’টি ব্লকের কৃষকদের মাথায় হাত। ঝোড়ো হাওয়ায় বিঘার পর বিঘা চাষের ক্ষেতে যেভাবে পাকা সবজি গাছ ভেঙে পড়ছে। তাতে বেজায় সমস্যায় পড়েছেন কৃষকরা। পাশাপাশি বৃষ্টির ফলে পচতে শুরু করেছে সবজি। ফলে সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনের কৃষকরা।
advertisement
আরও পড়ুন: জামাইষষ্ঠীতে শাশুড়ির জন্য কিনুন এই উপহার
advertisement
ইতিমধ্যেই পটল, করলা, ঝিঙে সহ একাধিক ফসল নষ্ট হয়েছে। এদিকে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হওয়ায় কীভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন চাষিরা। শুধুমাত্র সবজি নয়, সবজির পাশাপাশি ঝোড়ো হাওয়ায় পাট ও তিল চাষও ক্ষতির মুখে পড়তে চলেছে। ফলে স্বভাবতই দুশ্চিন্তা গ্রাস করেছে সুন্দরবনের কৃষকদের। সব মিলিয়ে সমস্যায় পড়েছেন চাষিরা।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2024 6:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Update: ঘূর্ণিঝড়ে জমিতে ঢুকেছে নোনা জল! উপকূলে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা