Cyclone Montha News: ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাণ্ডবের আশঙ্কা, চিন্তায় ঘুম উড়েছে চাষিদের
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Cyclone Montha News: ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে ভাগীরথী নদী তীরবর্তী চাষিরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। শীতকালীন সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ঘূর্ণিঝড় ‘মন্থা’র খেলা শুরু। আতঙ্কে ভাগীরথী তীরবর্তী চাষিরা। নদিয়া ও পূর্ব বর্ধমানের কৃষি প্রধান অঞ্চলগুলিতে নতুন করে উদ্বেগের বাতাবরণ তৈরি করেছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় ২৮ অক্টোবর স্থলভাগে প্রবেশ করবে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে ভাগীরথী তীরবর্তী চাষিরা বিশেষত কালনা মহকুমার কৃষকরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
গত বর্ষায় অকালবৃষ্টির দাপটে ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল কালনা মহকুমা জুড়ে। সেই ক্ষত এখনও পূরণ হয়নি। তাই শীতকালীন সবজি চাষে ভরসা রেখেছিলেন এলাকার হাজারো কৃষক। কেউ সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, কেউবা সোনা বন্ধক রেখে বিঘার পর বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন। ইতিমধ্যেই মাঠজুড়ে ভাল ফলনের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় মন্থা ও তার ফলে সম্ভাব্য ভারী বৃষ্টি সেই আশায় জল ঢালতে পারে বলেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামাঞ্চলে।
advertisement
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর মোক্ষম দাওয়াই! স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক, সক্রিয় হবে কমিটি
চাষিরা জানাচ্ছেন, ফুলকপি ও বাঁধাকপির চারা এখন সংবেদনশীল অবস্থায় রয়েছে। ভারী বৃষ্টি হলে জমিতে জল দাঁড়িয়ে পড়বে, যা পুরো ফসল পচিয়ে দিতে পারে। “ধানের ক্ষতি সামলে এবার সবজিতে কিছুটা লাভের আশা ছিল। কিন্তু যদি এই ঝড়ে ফসল নষ্ট হয়, তাহলে আমাদের পক্ষে সেই ক্ষতি সামলানো অসম্ভব”, জানালেন এক চাষি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের পক্ষ থেকে এখনও বিশেষ কোনও নির্দেশিকা জারি না হলেও কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, চাষিদের ফসল বাঁচাতে প্রাথমিকভাবে নালা পরিষ্কার রাখা ও জল নিষ্কাশনের ব্যবস্থা করতে বলা হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগের মুখে কতটা ফসল রক্ষা করা সম্ভব হবে, তা নিয়েই এখন চরম উৎকণ্ঠায় দিন গুনছেন ভাগীরথীতীরবর্তী চাষিরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
October 28, 2025 6:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Montha News: ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাণ্ডবের আশঙ্কা, চিন্তায় ঘুম উড়েছে চাষিদের
