Crime News: পরপর নিখোঁজ হয়ে যাচ্ছে এই গ্রামের ছাত্রীরা... শিউরে ওঠা ঘটনা মালদহে

Last Updated:

কিন্তু, পরে একে একে গ্রামের তিন ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: একই গ্রামের তিন ছাত্রী নিখোঁজ। ঘটনায় চাঞ্চল্য মালদহের ইংরেজবাজারের কোতোয়ালিতে। ছয় দিন পরেও মেলেনি খোঁজ। আতঙ্কে গোটা গ্রাম।  ইংরেজবাজার ব্লকের কোতয়ালি অঞ্চলের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, গ্রামের বাসিন্দা সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি। এই তিনজনের মেয়ে একজন কলেজ এবং দুইজন স্কুল ছাত্রী। গত সোমবার এদের কেউ কলেজ, কেউ আবার স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায়। এদের মধ্যে একজন ছাত্রী নাবালিকাও। সারাদিন খোঁজাখুঁজি করেও তাঁদের খোঁজ মেলেনি। প্রথমে প্রত্যেক পরিবারে অভিভাবকেরা ভাবেন তাঁদের মেয়ে নিখোঁজ। কিন্তু, পরে একে একে গ্রামের তিন ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসে। মঙ্গলবার ইংরেজবাজার থানায় তিন ছাত্রীর পরিবারের লোকজন লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু এরপরও কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, পুলিশে অভিযোগ জানানোর পরেও পুলিশ সেভাবে তৎপরতা দেখাচ্ছে না। ওই মেয়েদের প্রলোভন দিয়ে অপহরণ করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা পরিবারের।
advertisement
এখনও কোনও খবর পাওয়া যায়নি। বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে নিখোঁজ তিন ছাত্রীর পরিবার। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ও তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষ। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: পরপর নিখোঁজ হয়ে যাচ্ছে এই গ্রামের ছাত্রীরা... শিউরে ওঠা ঘটনা মালদহে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement