Crime News: চরম নৃশংস! বিয়ের ১০ দিনের মাথায় স্বামীর হাতেই খুন নববধূ, দরজা খুলতেই যা দেখল...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Crime News: দ্বিতীয় বিয়ে হওয়ার দশ দিনের মাথায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জ থানার ইছাখালী গ্রামে ঘরের ভেতর থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
রঘুনাথগঞ্জ: দ্বিতীয় বিয়ে হওয়ার দশ দিনের মাথায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জ থানার ইছাখালী গ্রামে ঘরের ভেতর থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। আর যা ঘিরেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধুর নাম আজমীরা খাতুন(৩২)। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ১১ আগে ধুলিয়ানের এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল রঘুনাথগঞ্জের গঙ্গাপ্রসাদ গ্রামের আজমিরা খাতুন নামে ওই যুবতীর। যদিও বেশ কিছুদিন পর মনোমালিন্য হয় এক সন্তান নিয়েই বিবাহ বিচ্ছেদ হয় তাদের। বর্তমানে ১০ বছরের সন্তান রয়েছে আজমিরা খাতুনের।
advertisement
advertisement
কিন্তু দিন দশেক আগেই আজমিরা খাতুনের দ্বিতীয় বিয়ে হয় ইছাখালী গ্রামের রফিকুল ইসলামের। হঠাৎই কোনও কারণ ছাড়াই মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় বাড়ি থেকে। মৃত আজমিরা খাতুনের বোনের অভিযোগ, দিদিকে শ্বাসরোধ করে খুন করে গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে জামাইদা।
advertisement
খুনের কথা প্রকাশ্যে স্বীকার করে হুমকিও করেছে সে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
advertisement
কেদারনাথ প্রামানিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2024 11:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: চরম নৃশংস! বিয়ের ১০ দিনের মাথায় স্বামীর হাতেই খুন নববধূ, দরজা খুলতেই যা দেখল...