corona virus btn
corona virus btn
Loading

হলদিয়ার খালে উদ্ধার মৃতদেহ , এলাকায় চাঞ্চল্য

হলদিয়ার খালে উদ্ধার মৃতদেহ , এলাকায় চাঞ্চল্য
প্রতীকী চিত্র

হলদিয়ার খালে উদ্ধার মৃতদেহ , এলাকায় চাঞ্চল্য

  • Share this:

#হলদিয়া:  খালের জলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়ার বাড় ঘাসিপুরে।রবিবার সকালেই হলদিয়ার  মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের অদূরে বাড় ঘাষিপুর একটি খালের জলের মধ্যে একটি দেহ ভাসতে দেখা যায় । এরপরই ভবানীপুর থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা । পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

যদিও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। ওই ব্যক্তির পরনে ফুলপ্যান্ট ও গেঞ্জি ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । বিশেষ করে এটি খুন না দুর্ঘটনা  খতিয়ে দেখছে পুলিশ।

যদিও  পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী খুন করে ওই ব্যক্তিকে খালের জলে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার কথা ছড়িয়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।

First published: July 15, 2018, 2:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर