North 24 Parganas News: গাছ সংরক্ষণই নেশা! প্রায় ৫০ প্রজাতির আম গাছ রয়েছে হাসনাবাদের এই যুবকের কাছে
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
মিয়াজাকি, চিয়াংমাই, চাকাপাত, ব্ল্যাক স্টোন, রেড পালমার সহ বাহারি জাতের বিদেশি আমের সম্ভারে ভরে উঠেছে হাসনাবাদের পাটলিখানপুরের যুবক লিটন মিস্ত্রীর বাগান।
বসিরহাট: দেশি প্রজাতির আম নয়, উন্নত ও বিদেশি প্রায় ৫০ প্রজাতির আম গাছের সংরক্ষণ করেছেন। আমরা সাধারণত দেশীয় প্রজাতির হিমসাগর, ল্যাংড়া সহ একাধিক আম গাছ রোপন করি। কিন্তু উন্নত ও বিদেশি প্রাজাতির মিয়াজাকি, চিয়াংমাই, চাকাপাত, ব্ল্যাক স্টোন, রেড পালমার সহ বাহারি জাতের বিদেশি আমের সম্ভারে ভরে উঠেছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদের পাটলিখানপুরের যুবক লিটন মিস্ত্রীর বাগান।
দেশীয় প্রাজাতির আম গাছে সাধারণত ১ বছর ভাল ফলন হলেও পরের বছর তেমনভাবে ফলনের দেখা মেলেনা। কিন্তু উন্নত প্রাজাতির আম গাছে পৃথিবীর বহু দেশে বিশেষ করে থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন মালেশিয়াতে অনেক গাছ থেকে বছরের বারো মাসেই আম উৎপাদিত হয়। উদ্যোক্তা লিটন এক সময় রাজমিস্ত্রীর কাজ করতেন। কিন্তু নতুন নতুন প্রাজতির গাছের প্রতি তাঁর ছিল বিশেষ আগ্রহ। এভাবেই একটি-দুটি গাছ সংরক্ষণ করতে করতে নিজে বাড়িতেই তৈরি করে ফেলেছেন আস্ত নার্সারি। যেখানে ৫০-৬০ প্রাজাতির বিদেশি আম গাছের দেখা মিলছে।
advertisement
advertisement
মিয়াজাকি, চিয়াংমাই ও চাকাপাত আমের বাজারে চাহিদা বেশি থাকায় ভাল দামে বিক্রিও হয়। এমন উন্নত প্রজাতির আম গাছের চাষ করে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছেন। গাছে গাছে দোল খাচ্ছে নানা রকম রং, আকার, আর স্বাদের আমের মুকুল। তার এ সাফল্য দেখে বিদেশি জাতের আম বাগান করতে আগ্রহী হচ্ছে অনেকেই। সেই গাছ থেকে কলম করে তিনি বিক্রিও শুরু করেছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2024 2:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: গাছ সংরক্ষণই নেশা! প্রায় ৫০ প্রজাতির আম গাছ রয়েছে হাসনাবাদের এই যুবকের কাছে