College student arrested in Sonarpur: সুইসাইড নোটে দায়ী করে গিয়েছিল প্রেমিক, সোনারপুরে কলেজ ছাত্রীকে গ্রেফতার করল পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ৩০ মে সোনারপুরের বৈকন্ঠপুরে আত্মঘাতী হয় তৃতীয় বর্ষের কলেজ ছাত্র আকাশ চৌধুরী৷ উদ্ধার হয় সুইসাইড নোট৷
#অর্পণ মণ্ডল, সোনারপুর: প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ৷ যার জেরে এক কলেজ ছাত্রীকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃত ছাত্রী গড়িয়ার অ্যান্ড্রুজ কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া৷ অভিযুক্তকে আজ সকালেই গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ৷ এ দিনই তাকে বারুইপুর আদালতে তোলা হয়৷
গত ৩০ মে সোনারপুরের বৈকন্ঠপুরে আত্মঘাতী হয় তৃতীয় বর্ষের কলেজ ছাত্র আকাশ চৌধুরী৷ উদ্ধার হয় সুইসাইড নোট৷ সেই সুইসাইড নোটে নিজের প্রেমিকাকেই দায়ী করে যায় আকাশ৷ অভিযোগ, অ্যান্ড্রুজ কলেজের তৃতীয় বর্ষের ইতিহাসে অনার্সের ছাত্র আকাশের সঙ্গে তাঁরই সহপাঠী ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল৷ প্রেমিকার জন্য নিত্য প্রয়োজনীয় এবং তাঁর পছন্দের নানা জিনিস কিনে দিত আকাশ৷
advertisement
advertisement
অভিযোগ, সম্প্রতি অন্য একজনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ওই যুবতীর৷ আকাশের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে সে৷ আড়াই বছরের সম্পর্ক ভেঙে প্রেমিকা মুখ ফিরিয়ে নেওয়ায় তা মেনে নিতে পারেনি আকাশ৷ সেই হতাশা থেকেই আত্মঘাতী হয় সে৷ প্রেমিকার শাস্তির দাবি জানিয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আকাশের পরিবার। ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আকাশের মা রিঙ্কু চৌধুরী।
advertisement
অন্যদিকে ধৃত ছাত্রীর পিসোমশাই দাবি করেন, ওই ছাত্রের সঙ্গে ধৃত ছাত্রীর কোনও প্রেমের সম্পর্ক ছিল না৷ মোবাইলে যা আছে তা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। আকাশই তাকে উত্যক্ত করত বলে অভিযোগ ধৃত ছাত্রীর পরিবারের।
এ দিন সকালে ওই কলেজ ছাত্রীকে প্রথমে সোনারপুর থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ তার পরেই তাকে গ্রেফতার করা হয়৷ ধৃত ছাত্রীর বিরুদ্ধে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 14, 2022 3:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
College student arrested in Sonarpur: সুইসাইড নোটে দায়ী করে গিয়েছিল প্রেমিক, সোনারপুরে কলেজ ছাত্রীকে গ্রেফতার করল পুলিশ