বুলন্দশহরের ঘটনায় বিজেপি-র মদতেই খুনের অভিযোগ মমতার
Last Updated:
বাম ও বিজেপি-কে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপি-তে গিয়েছে৷ রাজ্যে আর হার্মাদ তৈরি হতে দেব না৷ রাজ্যে কোনও হার্মাদ জন্ম নেবে না৷ কোনও হার্মাদকে এখানে থাকতে দেব না৷'
#বাজকুল: বুলন্দশহরে পুলিশ খুনের ঘটনায় বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-শাসিত রাজ্যগুলির পরিস্থিতি নিয়েও বাজকুলের সভা থেকে আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। সেই সঙ্গে হুঁশিয়ারি, সিপিএমের মতো বিজেপিকেও রাজ্যছাড়া করা হবে।
পূর্ব মেদিনীপুরে বাজকুলের সরকারি সভা থেকে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উন্নয়নের খতিয়ান পেশের পাশাপাশি দীর্ঘ সময় ব্যয় করলেন সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই সহ বাম জমানার অত্যাচারের কথা বলতে। বললেন, 'নেতাইয়ের ঘটনা ভুলে যাইনি৷ নন্দীগ্রামে ঢুকতে দিচ্ছিল না৷ চণ্ডীপুরে আমায় আটকানো হয়৷ অ্যাসিড বাল্ব নিয়ে দাঁড়িয়েছিল৷ খুনের হুমকি দেওয়া হয় আমায়৷ কোলাঘাটেও আটকানো হয়৷ গোপালকৃষ্ণ গান্ধি সতর্ক করেন৷ আমায় রাজ্যপাল মেসেজ করে সরে যাওয়ার পরামর্শ দেন৷'
advertisement
বলেন, 'বিপদ পেরিয়ে নন্দীগ্রামে ঢুকি৷ খুন করে হলদি নদীতে দেহ ফেলেছে৷ অনেকে আজও ফিরে আসেনি৷ অনেকের দেহ বস্তায় নুন দিয়ে পচানো হয়৷ খেজুরিতে কেউ যেতে পারত না৷ নন্দীগ্রামে প্রচুর মানুষ খুন হন৷ নন্দীগ্রামে কীসের সূর্যোদয়৷ সিপিএমের অত্যাচার আমরা ভুলিনি৷ মাওবাদী ও সিপিএম অত্যাচার করেছে৷'
advertisement
এরপরই বাম ও বিজেপি-কে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপি-তে গিয়েছে৷ রাজ্যে আর হার্মাদ তৈরি হতে দেব না৷ রাজ্যে কোনও হার্মাদ জন্ম নেবে না৷ কোনও হার্মাদকে এখানে থাকতে দেব না৷'
advertisement
বুলন্দশহরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'বিজেপি-র মদতে পুলিশ খুন৷ একটি মামলার তদন্ত করছিলেন বলে খুন করা হল৷ এ রাজ্যে রাবণযাত্রা করছে বিজেপি৷ হনুমানকে বলছে দলিত৷ অসমে ২৩ লক্ষ হিন্দুর উপর অত্যাটার করা হচ্ছে৷ গুজরাত, অসমে বাঙালি খেদাও চলছে৷ নাম, জাত, গোত্র নিয়ে প্রশ্ন তুলছে৷ স্বাধীনতার সময় বিজেপি কোথায় ছিল?'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2018 8:23 PM IST