Kidnap: বারাসতে বিরাট কাণ্ড, তৃণমূল কাউন্সিলর হয়ে উঠলেন 'কিডন্যাপার'! তুলে নিয়ে গেল সিআইডি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Kidnap: বারাসত থেকে সিআইডির হাতে গ্রেফতার 'কিডন্যাপার' কাউন্সিলর! আরজি কর কাণ্ডের মধ্যেই সামনে এল বারাসতের কাউন্সিলরের এমন কুকীর্তি।
বারাসত: বারাসত থেকে সিআইডির হাতে গ্রেফতার ‘কিডন্যাপার’ কাউন্সিলর! আরজি কর কাণ্ডের মধ্যেই সামনে এল বারাসতের কাউন্সিলরের কুকীর্তি। সূত্রের খবর, অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার এক ব্যবসায়ীকে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ চেয়ে দু-দফায় কিডন্যাপের অভিযোগ তার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে সিআইডি গ্রেফতার করে বারাসত পৌরসভার দু-নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মিলন সর্দারকে।
এদিন স্থানীয় এলাকা থেকেই সিআইডি গ্রেফতার করে মিলন সর্দারকে। অভিযোগ, খড়দহ থানা এলাকার ব্যবসায়ীকে দু-দফায় অপহরণ করে ৯ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়। তদন্তে উঠে এসেছে যারা এই অপহরণের সঙ্গে যুক্ত, তাদের অন্যতম বারাসতের এই কাউন্সিলর। ব্যবসায়ীকে কাউন্সিলরের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসতে আটকে রাখা হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাতি সাফারির অনবদ্য জায়গা! পুজোয় কোদালবস্তি রাখুন প্ল্যানে, রিসর্টে বসেই বন্যপ্রাণ দেখুন
প্রথম দফায় ৬ কোটি এবং পরের দফায় ৩ কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই বারাসত জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই তাকে তুলে নিয়ে গিয়েছে সিআইডির বিশেষ তদন্তকারী দল। জনপ্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিয়ে আরও জানার চেষ্টা চালানো হবে সিআইডির তরফে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বারাসত সংসদীয় জেলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদার।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 12:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kidnap: বারাসতে বিরাট কাণ্ড, তৃণমূল কাউন্সিলর হয়ে উঠলেন 'কিডন্যাপার'! তুলে নিয়ে গেল সিআইডি

